বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ব্রাজিলের কোচ হওয়া নিয়ে যা বললেন আনচেলত্তি

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৫, ১৪:৪৫

কয়েক কিছুদিন ধরেই গুঞ্জন ছিল কোপা দেল রের ফাইনালেই কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাবে। স্পেনসহ ইউরোপের বেশ কয়েকটি দাবি করে আসছিল ফাইনালে রিয়াল মাদ্রিদ হারলেও চাকরি হারাতে পারেন আনচেলত্তি, আর এই সুযোগটাই নিতে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তাই সকলে চোখ ছিল কোপা দেল রের ফাইনালে।

যেখানে দুর্দান্ত লড়াই করেও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরে মৌসুমের দ্বিতীয় শিরোপা হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদ। তাই ম্যাচ শেষে রিয়ালের কোচ পদে থাকা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় আনচেলত্তিকে। তবে প্রশ্নের উত্তর আগামী সপ্তাহের জন্য জমা রাখলেন এই ইতালিয়ান কোপ।

আনচেলত্তির ভাষ্য, আমি রিয়াল মাদ্রিদেই থাকতে পারি, অথবা ছাড়তেও পারি…আমরা দেখব (কী ঘটে)। বিষয়টি আজ নয়, আগামী সপ্তাহের জন্য থাক।

বার্সেলোনার কাছে হারলেও ভিনি-এমবাপ্পেদের চেষ্টার প্রশংসা করেছেন রিয়াল বস। আনচেলত্তি বলেন, এটি ভালো ম্যাচ ছিল। আমরাও যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করেছি। এমনকি দ্বিতীয়ার্ধে আধিপত্য ছিল আমাদের। জয়ের জন্য আমাদের যা করা দরকার সবই করেছি। 

‘আমি দলের সমালোচনা করতে পারি না, কারণ তারা নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়েছে। তবে এটি সত্যি যে আমরা (জয় থেকে) খুব নিকটে ছিলাম, সেজন্য অবশ্য মর্মাহও। প্রতিপক্ষের চেয়ে খুবই কম ব্যবধানে থেকে ফিরছি। এখন আমরা লা লিগা জয়ের জন্য মনোযোগ দেব।’

এই ম্যাচে শুরু একাদশে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। পরে দ্বিতীয়ার্ধে বদলি নেমে গোল করা এমবাপ্পেকে নিয়ে রিয়াল কোচ বলেন, এটি তার জন্যও ভালো ম্যাচ ছিল। সে খুবই ক্লান্ত ছিল এবং এর বেশি সময় (খেলতে) পারছিল না। তবুও তার চেষ্টার জন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য, যা খুবই দৃষ্টিনন্দন। অবশ্য তার কোনো ইনজুরি ছিল না।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর