বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ঈদে যথাযথ দায়িত্ব পালন করায় কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার ধন্যবাদ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ এপ্রিল ২০২৫, ১৫:০৮

ঈদুল ফিতরে যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে ঝামেলামুক্ত ঈদ উপহার দেওয়ায় বিদ্যুৎ, জ্বালানি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে নয় দিনব্যাপী উৎসবে যানজটবিহীন পথ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকায় কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, এখনো পর্যন্ত আমি এই ঈদুল ফিতর সম্পর্কে ভালো কথা ছাড়া খারাপ কিছুই শুনিনি।

ঈদে সবকিছু সুন্দরভাবে ব্যবস্থাপনার জন্য সবাই সংগঠিতভাবে চেষ্টা করেছেন।

তিনি বলেন, একটি আদর্শ নির্ধারণ করা হয়েছে এবং এটি এখন সারা বছর ধরে চালিয়ে যাওয়ার সময়।

এসব কর্মকর্তাদের নেতৃত্বে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি প্রধান উপদেষ্টাকে জানান— কিভাবে তারা ঈদের জন্য প্রস্তুতি নিয়েছেন।

ফাওজুল কবির খান বলেন, ব্যক্তিগত মন্ত্রণালয় হিসেবে কাজ করার পরিবর্তে আমরা একটি সম্পূর্ণ ইউনিট হিসেবে কাজ করেছি।

তিনি বলেন, আমরা যখন সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়েছিলাম, তখন ওটা নোংরা এবং অব্যবস্থাপনায় ভরা ছিল। এটা একটি বিশাল প্রস্রাবখানার মতো লাগছিল। তাই আমরা পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে এটির সমাধান করেছি।

উপদেষ্টা আরো বলেন, ঈদের ছুটিতে কোনো কর্মকর্তা নিজ শহরে যাননি এবং সবকিছু ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে সবসময় মাঠে ছিলেন।

তিনি আরো বলেন, সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আযহা উৎসবে ন্যূনতম লোডশেডিং এবং কোনো যানজট থাকবে না। ইনশাআল্লাহ, ঈদুল আযহাও সুন্দরভাবে শেষ হবে।

এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মহিনউদ্দিন; বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ; বিদ্যুৎ, শক্তি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ সাথিসহ অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর