বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

নাগার প্রেমে প্রতারিত

দীর্ঘদিন পর যে আক্ষেপ জানালেন সামান্থা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২৫, ১৩:৫০

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য অনেক দিন প্রেমে জড়িত ছিলেন। এর পর এ তারকা জুটি বিয়ে করেছিলেন। তবে সেই বিয়ে স্থায়ী হয়নি।

জানা গেছে, বৈবাহিক অবস্থায় পরকীয়ায় জড়িয়ে পড়েন অভিনেতা নাগা চৈতন্য। অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকায় বিচ্ছেদ হয়েছিল তাদের। স্বামী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়াচ্ছেন কিনা— এ বিষয়ে কখনো জানার চেষ্টা করেননি সামান্থা? নাগার চলাফেরায় কখনো নজরদারি করেননি তিনি?

সম্প্রতি একটি গণমাধ্যমে এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, একজনের ওপরে নজর রাখা উচিত ছিল।

এদিকে ‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজে এক গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। কিন্তু বাস্তবে আড়িপাতা বা কারও ওপর নজরদারি— এসব কিছুই করেননি অভিনেত্রী।

তবে এক পুরোনো সাক্ষাৎকারে আক্ষেপ করে সামান্থা জানিয়েছিলেন— একজনের ওপরে তার নজরদারি চালানো উচিত ছিল। সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। প্রশ্ন উঠেছিল— সামান্থা কি নাগা চৈতন্যের কথা বলছেন?

সেই সাক্ষাৎকারে সামান্থা আরও বলেছিলেন—গুপ্তচরের কোনো গুণাগুণ আমার মধ্যে নেই। তবে থাকলে ভালো হতো। একজনের ওপরে আমি নজরদারি করতাম। হাসতে হাসতেই এমন মন্তব্য করেছিলেন অভিনেত্রী। এ মন্তব্য ছড়িয়ে পড়তেই সামান্থার এক অনুরাগী লিখেছিলেন— আমি নিশ্চিত, সামান্থা সম্পর্কে প্রতারিত হয়েছেন। তবে সেই কথা তিনি প্রকাশ্যে বলবেন না।

উল্লেখ্য, ২০২১ সালে দাম্পত্যে ইতি টেনেছিলেন সামান্থা ও নাগা চৈতন্য। গত বছর শোভিতা ধূলিপালাকে বিয়ে করেন দক্ষিণী তারকা। দক্ষিণের আচার মেনেই তারা চার হাত এক করেছিলেন। তবে সামান্থা এখনো একাকী। শেষ তাকে দেখা গেছে ‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর