বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বসতবাড়িতে অনৈতিক কাজ, আগুন দিলো জনতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৫, ১৭:১৮

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিক্ষুব্ধ জনতা তিনটি বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বুধবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই তিনটি বাড়িতে অনৈতিক কার্যকলাপ চলছিল। স্থানীয়রা একাধিকবার নিষেধ করলেও অভিযুক্তরা তা বন্ধ করেনি। এমনকি মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ না আসায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

বুধবার সন্ধ্যার পর আলমপুর গ্রামে স্থানীয়দের আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালেই উত্তেজিত জনতা অভিযুক্ত বাড়িগুলোর ওপর হামলা চালায়, ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম জানান, “এই বাড়িগুলোর বিরুদ্ধে বহুদিন ধরেই অভিযোগ ছিল। মঙ্গলবার আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যদের সঙ্গে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলাম। তবে কোনো পদক্ষেপ না নেওয়ায় জনতা ক্ষুব্ধ হয়ে এমন ঘটনা ঘটিয়েছে।”

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, “অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয়রা বাড়িগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে জানতে গোমস্তাপুর ইউএনও নিশাত আনজুম অনন্যার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর