বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

সস্ত্রীক ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৫, ১১:২৭

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার ভারতীয় বংশোদ্ভুত স্ত্রী ঊষাকে নিয়ে আগামী সপ্তাহে ইতালি ও ভারত সফরে যাচ্ছেন। বুধবার (১৬ এপ্রিল) জেডি ভ্যান্সের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জেডি ভ্যান্সের মুখপাত্র সিবিএস নিউজকে বলেছেন, ইতালিতে ইস্টারের আগের পবিত্র সপ্তাহ (হলি উইক) পালনের পর তারা ভারতে যাবেন। তার এই সফর শুরু হবে ১৮ এপ্রিল এবং শেষ হবে ২৪ এপ্রিল। ভ্যান্স তার তিন সন্তানকেও এই সফরে নিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতালি সফরকালে তারা প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর ভ্যাটিকানের সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের সঙ্গে বৈঠক করবেন।

টাইমস অব ইন্ডিয়া বলছে, ভারত সফরকালে ভ্যান্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। তারা অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অগ্রাধিকার নিয়ে আলোচনা করবেন। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের শুল্কের খাঁড়া ঝুলছে ভারতের ওপরে। এমন পরিস্থিতির মধ্যে ভারত সফরে আসছেন জেডি ভান্স।

খবরে বলা হয়েছে, শুল্ক নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে সেটি ভান্সের সফরকালে মিটতে পারে কিনা তা নিয়ে জল্পনা চলছে। এই আবহে জেডি ভান্সের ভারত সফরকে বেশ তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারত সফরকালে ভ্যান্স পরিবার জয়পুর এবং আগ্রাও পরিদর্শনে যাবেন। সেখানে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর