বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মা হারালেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ এপ্রিল ২০২৫, ১৬:৩০

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ মারা গেছেন। রোববার (৬ এপ্রিল) মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেত্রীর টিম সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া খবরটি নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

গত ২৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিম ফার্নান্দেজ। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, স্ট্রোকের পর আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। গত বুধবার হাসপাতালের প্রবেশদ্বারে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন এ অভিনেত্রী। তখন তাকে বেশ বিষন্ন দেখাচ্ছিল।

এ সময়টা সার্বক্ষণিক অসুস্থ মায়ের পাশে ছিলেন জ্যাকুলিন। কাজকর্ম থেকে বিরতি নিয়ে মায়ের পাশে থাকারই সিদ্ধান্ত নেন তিনি। ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা থাকলেও অংশ নেননি এ অভিনেত্রী। মুমূর্ষু মাকে আইসিইউতে রেখে কোথাও যেতে চাননি তিনি। তবে মাকে সুস্থ করে ফেরাতে পারলেন না অভিনেত্রী।

জ্যাকুলিনের মা কিম ছিলেন মালয়েশিয়ান এবং কানাডিয়ান বংশোদ্ভূত। অন্যদিকে, অভিনেত্রীর বাবা এলরয় ফার্নান্দেজ শ্রীলঙ্কার বাসিন্দা। এই দম্পতির দেখা হয় ১৯৮০ সালে। তখন কিম একজন বিমানসেবিকা হিসেবে কাজ করতেন। বাহরাইনেই বাস করতেন জ্যাকুলিনের মা।

২০২২ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে দেশটিতে চিকিৎসাধীন ছিলেন। এবার ভারতে অসুস্থ হয়ে পড়লে দেশটির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তাকে দেখতে এসেছিলেন সালমান খানও। কয়েক দিন আগে কিম ফার্নান্দেজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। এতে ক্ষোভ প্রকাশ করেছিলেন জ্যাকুলিন।

জ্যাকুলিনের জীবনের একমাত্র ছায়াসঙ্গী তার মা কিম। তাকে হারিয়ে বাকরুদ্ধ অভিনেত্রী। এ তারকার অনুরাগীরাও শোকাহত। তবে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি জ্যাকুলিন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর