বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ভাঙ্গায় ঢাকাগামী বাসে দ্বিগুন বাস ভাড়া আদায়, প্রশাসনের অভিযান

মোসলেউদ্দিন(ইমরান), ভাংগা(ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৫, ১৬:৫০

ফরিদপুরের ভাঙ্গায় ঈদের পরবর্তী সময়ে ঢাকাগামী যাত্রীদের চাপ থাকায় দ্বিগুন বাস ভাড়া আদায় করছে পরিবহন কাউন্টারগুলো। এতে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে ঢাকাগামী ইলিশ-প্রচেষ্টা বাসে সিন্ডিকেট করে যাত্রীদের কাছ থেকে দ্বিগুন ভাড়া আদায় করছে। এই বাসস্ট্যান্ডে বরিশাল-মাদারীপুর থেকে ছেড়ে আসা গাড়িগুলোতে যাত্রী উঠতে বাঁধা দেয় লোকাল পরিবহনের স্টাফরা। একরকম বাধ্য করেই যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে ভাঙ্গার এই লোকাল গাড়িগুলো।

আজ (৫ এপ্রিল) শনিবার দুপুর ২ টায় ভাঙ্গা পরিবহন কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।

যাত্রীরা অভিযোগ করে বলেন, ভাঙ্গা থেকে ঢাকার যাত্রাবাড়ী ও গুলিস্তানের ভাড়া পূর্বে ২৫০ টাকা নেওয়া হলেও বর্তমানে তাদের কাছ থেকে ৪০০-৫০০ টাকা আদায় করা হচ্ছে। যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকার করলে তাদের সঙ্গে দূর্ব্যবহার করা হচ্ছে।

এবিষয়ে ভাংগা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, যাত্রীদের হয়রানি বন্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে। বাস কাউন্টার গুলোতে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে জন্য সার্বিক তদারকি চালানো হচ্ছে।

ইউএনও মহোদয়ের হস্তক্ষেপে পরিবহন কাউন্টারগুলোতে স্বাভাবিক ভাড়া নেওয়া শুরু করে। প্রশাসনের অভিযানের পর যাত্রীরা স্বস্তি প্রকাশ করে এবং এই ধরনের অভিযান যেন সব সময় চালু থাকে সেই প্রত্যাশা করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর