বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

কর রেয়াত সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান এনবিআর চেয়ারম্যানের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ মার্চ ২০২৫, ১৪:৪৬

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান কর রেয়াতের সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় করপোরেট কর হার ২ দশমিক ৫ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ। এক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কম্পানি জন্য ২৫ শতাংশ এবং পাবলিক ট্রেডেড কম্পানির জন্য ২০ শতাংশ করার প্রস্তাব দেয় সংগঠনটি।

একই সঙ্গে শ্রমিক কল্যাণসহ বিভিন্ন ফান্ডের ওপর কর আরোপ না করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এসেছে সংগঠনটির পক্ষ থেকে।

এদিকে, স্থানীয় বাজার সুরক্ষিত রাখতে কাগজ আমদানিতে কর বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেপার মিলস অ্যাসোসিয়েশন। তবে পত্রিকা মালিকদের সঙ্গে যৌথ আলোচনার করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান।

তিনি বলেন, জাতীয় স্বার্থ বিবেচনা করা হবে।

এ সময় মিথ্যার সঙ্গে নিত্য বসবাসের অবসান হওয়া উচিত এমন মন্তব্য করে তিনি বলেন, 'ব্যবসায়ীরা তথ্য লুকানোর কারণে কর কর্মকর্তারাও কিছু বিষয় চাপিয়ে দেন। অংশীজনদের নিয়ে একসঙ্গে কাজের ক্ষেত্রে এনবিআরের দুর্বলতা আছে। ট্যাক্স নেট বাড়ানোর জন্য কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছে।

করের আওতা বাড়াতে জনগণকে উদ্বুদ্ধ করতে চেম্বার ও অ্যাসোসিয়েশনসহ সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কর রেয়াতের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।'

পোশাক খাতের জন্য বিশেষ করহার থাকা উচিত নয় জানিয়ে আব্দুর রহমান আরো বলেন, 'এ খাতের ব্যবসায়ীদের বিষয়টিতে ঐক্যমত হওয়া দরকার। তবে কাস্টমসসহ কিছু ক্ষেত্রে অযৌক্তিক কর রয়েছে যা বৈষম্য তৈরি করছে। সবাইকে করের আওতায় আনতে পারলে এই বৈষম্য দূর হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর