বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

নীলফামারী জেলা ছাত্রদলের আয়োজনে ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ নুরুজ্জামান সরকার রাসেল, নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:৫০

আজ (১৬ ফেব্রুয়ারি) রবিবার সকাল ১১ ঘটিকায় নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ে নীলফামারী জেলা ছাত্রদলের আওতাধীন সকল কলেজ ও মাদ্রাসা ইউনিটে কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় ।

জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম এর সঞ্চালনায় ফরম বিতরণ ও কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মিঠুন কুমার দাস আদিত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল সংসদ আব্দুল্লাহ আল মামুন জেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক রেদওয়ান বাবু, নীলফামারী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকলেছুর রহমান কাজল, নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রাজু পারভেজ সদস্য সচিব পায়েলুজ্জামান রকসি সহ জেলা, উপজেলা, কলেজ ও মাদ্রাসার ছাত্রদলের নেতাকর্মী।

প্রধান বক্তা আব্দুল্লাহ আল মামুন বলেন যে বাংলাদেশের এক সংকটময় সময় ও ক্লান্তিময় সময়ে বিশ্বের কাছে বাংলাদেশের পরিচয় দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি আরো বলেন যে ছাত্রশিবির ও ছাত্রলীগ নিষিদ্ধ হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো নিষিদ্ধ সংগঠন হিসেবে বিশ্বের কাছে পরিচিত হয়নি।

এছাড়া প্রধান অতিথির বক্তব্যে মিঠুন কুমার দাস আদিত বলেন যে শিক্ষা ছাড়া কোন জাতি শিক্ষিত হতে পারে না। স্বৈরাচার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই শিক্ষা ব্যবস্থাকে উদ্ধার করতে ছাত্রদলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । শিক্ষার্থীদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিশ্রুতি যেসব রয়েছে তা বাস্তবায়নে ছাত্রদল অঙ্গীকারবদ্ধ।

আলোচনা সভা শেষে নীলফামারী জেলা ছাত্রদলের আওতাধীন সকল কলেজ ও মাদ্রাসা ইউনিটের কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ফরম বিতরণ করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর