বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

জানুয়ারিতেই তালিকাভুক্ত হবে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের নাম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৫, ১২:২৮

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই সংশ্লিষ্টদের মোবাইল নম্বরে এ বিষয়ে একটি ক্ষুদেবার্তা পাঠানো হয়েছে।

ক্ষুদেবার্তায় জানানো হয়, শহীদ ও আহতদের তালিকাভুক্ত করতে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, বা গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলে জমা দিতে হবে।

এর আগে, গত ২১ ডিসেম্বর তথ্য অধিদপ্তর থেকে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত ব্যক্তিদের চূড়ান্ত তালিকা প্রস্তুতে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, ৬৪ জেলায় গঠিত জেলা কমিটি এবং বিশেষ সেল নিরলসভাবে কাজ করছে।

প্রকাশিত খসড়া তালিকায় ৮৫৮ জনকে শহীদ এবং ১১ হাজার ৫৫১ জনকে আহত হিসেবে উল্লেখ করা হয়েছে। এই তথ্য গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে।

গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের নাম চূড়ান্ত করতে বিশেষ সেল ও সংশ্লিষ্ট দপ্তরগুলো মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে জানুয়ারিতেই তালিকা চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখার পাশাপাশি আহতদের পুনর্বাসন ও শহীদদের পরিবারকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এই উদ্যোগে সর্বসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে আবেদন প্রক্রিয়া সহজ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর