বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বিব্রত শিক্ষকেরা

কসবায় সভাপতি পদ নিয়ে গুজব

মো: রাজিবুল ইসলাম ভূ্‌ইয়া, কসবা (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:১১

প্রতীকি

কসবা উপজেলার বেশিরভাগ মাধ্যমিক স্কুলে এডহক কমিটির সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হলেও কিছু প্রার্থী ইতোমধ্যে নিজেদের সভাপতি হিসেবে প্রচার করছেন। এতে শিক্ষকদের মধ্যে চরম বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে।

জানা গেছে, গত ৩ ডিসেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বোর্ডে এডহক কমিটি গঠনের অনুমতি চেয়ে আবেদন করেন। বোর্ড কর্তৃক অনুমোদন পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার তিনজন প্রার্থীর নাম নির্বাচন করে জেলা প্রশাসকের কাছে প্রেরণ করবেন। এরপর জেলা প্রশাসক তাদের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে মনোনীত করবেন। বোর্ডের চূড়ান্ত অনুমোদন না পাওয়া পর্যন্ত কেউই সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন না।

তবে দেখা যাচ্ছে, কিছু অতি উৎসাহী প্রার্থী সামাজিক যোগাযোগমাধ্যম, পোস্টার, ব্যানারসহ বিভিন্ন মাধ্যমে নিজেদের এডহক কমিটির সভাপতি দাবি করছেন। এমনকি যেসব প্রার্থীর নাম জমা দেওয়া হয়েছে, তারা সবাই নিজেকে সভাপতি বলে প্রচার চালাচ্ছেন।

একজন প্রতিষ্ঠানের প্রধান জানান, "আমরা এখনো বোর্ডের অনুমোদন পাইনি। কিন্তু কিছু ব্যক্তি নিজেদের সভাপতি দাবি করছেন। এটি অত্যন্ত লজ্জাজনক ও হতাশার।" অন্য এক প্রধান বলেন, "এই কমিটি শিক্ষাগত যোগ্যতায় সেরা। তবে প্রার্থীদের এমন আচরণ আমাদের বিব্রত করছে।"

শিক্ষকরা আশা করছেন, যোগ্য ও শিক্ষিত ব্যক্তিদের দিয়ে গঠিত এই কমিটি স্কুলগুলোর উন্নয়নে কাজ করবে। তবে অনিয়মিত প্রচারণা শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত করছে।

কসবা উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর