বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

সম্ভাব্য পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৪, ১২:০০

সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করলো রাশিয়া।

শুক্রবার (২৭ ডিসেম্বর) শটির অস্ত্র নিয়ন্ত্রণ তত্ত্বাবধানকারী ও রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ বিষয়ে আগত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিনস্ত প্রশাসনকে সতর্ক করে বলেন, মস্কোও পারমাণবিক পরীক্ষার সম্ভাব্য পদক্ষেপের পুরো পরিসর বিবেচনা করছে।

রুশ পত্রিকা কমার্স্যান্ট এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদন অনুযায়ী, ১৯৪৫ সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকোর আলামোগোর্দোতে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করেছিল। এর প্রায় ৮০ বছর পর আবার বিশ্বের দুটি বৃহত্তম পারমাণবিক শক্তি পরীক্ষার ঘটনাটি পুনরাবৃত্তি হওয়া এক অনিশ্চিত যুগের সূচনা করবে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে (২০১৭-২০২১ ট্রাম্প ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞার চুক্তির সিটিবিটি) বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন। তখন ট্রাম্প প্রশাসন ১৯৯২ সালে করা মার্কিন পারমাণবিক পরীক্ষা আবারও পরিচালনা করবে কি-না তা নিয়ে আলোচনা করেছিল।

এবার দ্বিতীয় মেয়াদে্র তিনি একই অবস্থান নিতে পারেন এবং আবারও পারমাণবিক পরীক্ষা চালানোর চেষ্টা করতে পারেন এমন আশঙ্কা দেখা দিয়েছে।

২০২০ সালে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এই খবর জানিয়েছিল।

রিয়াবকভের বরাতে কমার্স্যান্ট-এর প্রতিবেদনে বলা হয়, ‘আন্তর্জাতিক পরিস্থিতি এই মুহুর্তে অত্যন্ত জটিল। আমেরিকান নীতি বিভিন্ন দিক থেকে আজ আমাদের জন্য অত্যন্ত প্রতিকূল অবস্থানে রয়েছে।’

সোভিয়েত-পরবর্তী রাশিয়া পরমাণু পরীক্ষা করেনি। সোভিয়েত ইউনিয়ন সর্বশেষ ১৯৯০ সালে এই পরীক্ষা করেছিল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র এ ধরনের পরীক্ষা করলে রাশিয়াও পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা বিবেচনা করবে।

অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার মতে, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে মাত্র কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে। এর মধ্যে ১৯৯২ সালে যুক্তরাষ্ট্র ১৯৯৬ সালে চীন ও ফ্রান্স, ১৯৯৮ সালে ভারত ও পাকিস্তান এবং ২০১৭ সালে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর