বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বর্ণাঢ্য আয়োজনে নবীনদের বরণ করে নিলো ইবি প্রশাসন

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৪, ১৬:২৯

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে বরণ করে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দু'হাজার অধিক নবীনদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

নবীন বরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। অনুষ্ঠানে ওরিয়েন্টেশন স্পীকার ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান এবং সম্মানিত অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম ও বাংলাদেশ ইন্সটিটিউট অফ ইসলামিক থট (বিআইআইটি) এর পরিচালক ড. মোঃ আব্দুল আজিজ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগের শিক্ষক উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রশিবির, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ নবীনদের উদ্দেশ্যে বলেন, আজকের দিনটি নবীন শিক্ষার্থীদের জন্য স্পেশাল। আজকে আমি তোমাদের বরণ করে নিচ্ছি। তোমার চারটি স্টেজ পার করে এখানে এসেছো। তোমাদের পিতামাতা এতদিন হাত ধরে নিয়ে গিয়েছিলো শিক্ষা গ্রহণের জন্য৷ তোমাদের ফাউন্ডেশন সেখানেই গড়া হয়েছে। আজ তোমরা বিশ্ববিদ্যালয়ে এসেছো। এই ক্যারেক্টার এর সাথে যুক্ত শব্দ হলো বিশ্ব। আজকে তোমরা এমন জায়গার ছাত্র যে বিদ্যালয়ের পরিচয় হলো বিশ্ব মানের বিদ্যালয়।

তিনি আরও বলেন, তোমরা যে মুক্ত মন নিয়ে এসেছো, পবিত্র হৃদয় নিয়ে এসেছো। এই হৃদয় নিবেদিত হবে শিক্ষার প্রতি। এর জন্য তোমাদের জন্য সব থেকে পবিত্র জায়গা তোমাদের ক্লাসরুম। আর সবচেয়ে ভালো বন্ধু হবে তোমার শিক্ষক। শিক্ষকরা সবক্ষেত্রে তোমাদের সহায়তা করবে। গুরু-শিষ্যর সম্পর্ক না থাকলে তোমরা সঠিক মানুষ হতে পারবা না। এছাড়াও তোমার সম্পর্ক রাখতে হবে লাইব্রেরির সাথে। লাইব্রেরি হলো জ্ঞানের স্রোতধারা। শ্রেণিকক্ষে যদি তোমরা পড়তে চাও তাহলে তোমাদের শ্রেণিকক্ষ রাত ১২টা পর্যন্ত খোলা রাখবো। তবে কথা দিতে হবে তোমাদের পড়তে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর