বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

শাখা বরাক নদী

দখল ও দূষণে বিলীনের পথে

জাবেদ তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ)

প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৪, ১৮:২৪

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা শহরের পাশ দিয়ে প্রবাহিত শাখা বরাক নদী ছিল একসময়ে ব্যবসা-বাণিজ্য এবং কৃষিকাজের প্রাণ। জেলেরা মাছ ধরতেন, কৃষকেরা চাষাবাদের পানি পেতেন এ নদী থেকে। তবে আজ অবৈধ দখল, ময়লা-আবর্জনা এবং বর্জ্য ফেলার কারণে এই নদীটি সংকুচিত হয়ে পড়েছে। একসময় যে নদী ছিল প্রমত্তা, তা এখন খালে পরিণত হয়েছে। বর্ষাকালে বন্যার সৃষ্টি হলেও শুকনো মৌসুমে নদীটি পরিণত হয় বিরাণ ভূমিতে।

প্রায় ১৫ থেকে ২০ বছর আগে শাখা বরাক নদীতে বড় বড় নৌকা চলাচল করত। আজ সেই খাল দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশন করাও দুষ্কর। নবীগঞ্জ বাজারের ময়লা-আবর্জনা ফেলার স্থানে পরিণত হয়েছে এই নদী। ময়লার স্তূপ জমে নদীর পানি প্রবাহ ব্যাহত হওয়ায় বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি হয়। শহরের ড্রেনের পানি নিষ্কাশিত না হওয়ায় স্থানীয় বাসিন্দারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বৃদ্ধদের মুখে শোনা যায়, একসময় শাখা বরাক নদী দিয়ে লঞ্চ চলাচল করত। বাউসা ইউনিয়নের বাঁশডর থেকে বিজনার শাখা হয়ে শুরু হওয়া এ নদী চৌধুরী বাজার, নবীগঞ্জ বাজার, এবং বানিয়াচংয়ের কাগাপাশা পর্যন্ত বিস্তৃত ছিল। বর্তমানে এই নদীর বেশিরভাগ অংশ দখল হয়ে গেছে। তিমিরপুর থেকে কালিয়ারভাঙা পর্যন্ত নদীর অস্তিত্ব প্রায় অদৃশ্য। বিভিন্ন স্থানে কচুরিপানার স্তূপ নদীর স্বাভাবিক প্রবাহ রোধ করেছে।

নদী তীরবর্তী অনেক বাড়ির পয়ঃনিষ্কাশনের পাইপ সরাসরি নদীতে সংযুক্ত। হাসপাতাল, ক্লিনিক, মুরগির খামারের বর্জ্যসহ বিভিন্ন প্লাস্টিক ও পলিথিনের মিশ্রণে নদীর পানি মারাত্মকভাবে দূষিত। দূষণের কারণে মশা-মাছি ও অন্যান্য কীটপতঙ্গের উপদ্রব বেড়েছে। নদীর পানি ব্যবহার অযোগ্য হওয়ায় পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল জানান, দখল ও দূষণের কারণে শাখা বরাক নদীর অস্তিত্ব এখন হুমকির মুখে। দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতা এবং উদাসীনতার কারণেই এই নদীর করুণ দশা। পরিবেশ-প্রতিবেশ রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া না হলে শাখা বরাক নদী হারিয়ে যাবে ইতিহাসের পাতায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর