বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

হাজীগঞ্জে ওসির বদলির খবরে জনমনে আক্ষেপ

হাজীগঞ্জ প্রতিনিধি, চাঁদপুর

প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৪, ১৯:২২

চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় সদ্য বদলি হয়ে আসা ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুককে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। ওসির বদলির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ও প্রকাশ্যে অনেকেই আক্ষেপ করেছেন।ওসির বদলির আদেশের প্রত্যাহারের দাবিও জানিয়েছেন অনেকে। স্থানীয়রা বলছেন একজন সরকারী কর্মকর্তার জন্য বিশেষ করে পুলিশ বিভাগের কোন কর্মকর্তার জন্য সাধারন মানুষের এমন আক্ষেপ এর ঘটনা ঘটেনি।

জানা যায়, ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুককে জুলাই বিপ্লবের পর গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি তদন্ত থেকে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিযুক্ত করা হয়৷ ২ মাস ৫ দিনের মাথায় ২১ নভেম্বর ২০২৪ এ আবারো বদলির আদেশ দেয়া হয়।

স্থানীয় ব্যক্তিরা জানান, এই ওসি এলাকায় আসার পর স্থাণীয় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে। সাধারন মানুষের মাঝে স্বস্থি ফিরে আসে। অথচ এই জনপদে কিছুদিন আগেও উড়ো-গুজব মামলায় দিশেহারা ছিলো স্থাণীয়রা। সেই প্রায় ৩ মাসের মাথায় ওসির এমন বদলির খবরে তারা মর্মাহত। তাদের আশংঙ্কা আবার নতুন কোন কর্মকর্তা এসে এই পরিবেশ ধরে রাখতে পারবে কিনা। তারা আরো বলেন, ওসি সাহেব ভাল মানুষ তিনি সুনামের সাথে তাঁর দায়িত্ব পালন করে আসছেন। সাধারণ মানুষ ভাল সেবা পাচ্ছেন। তবুও কেনো বদলি করা হলে এ নিয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। 

এবিষয়ে ওসি মহিউদ্দিন ফারুকের সাথে কথা বললে তিনি জানান, যতদিন আমার ডিপার্টমেন্ট চেয়েছে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। পিবিআইতে আমার বদলি হয়েছে যেখানেই যাবো সঠিকভাবে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করবো। 

এবিষয়ে জেলা পুলিশ সুপার আব্দুর রাকিব মুঠোফোনে বলেন, পুলিশ হেডকোয়ার্টার থেকে বদলি করা হয়েছে। কি কারণে বদলি করা হয়েছে তা জানা যায়নি।

হাজীগঞ্জ উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, ওনার মত একজন সৎ- সাহসী ওসি বৃহত্তর হাজীগঞ্জ থানায় খুব প্রয়োজন। তাঁরা এবিষয়ে ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, ২ মাসের মাথায় যদি ওসি বদলি হয় তাহলে জনগণ সঠিক সেবা থেকে বঞ্চিত হবে। 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর