বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

এবার ইবি আনুষ্ঠানিক প্রতিষ্ঠাবার্ষিকী ২৫ নভেম্বর, যা থাকছে ২২ নভেম্বরে

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৪, ১৭:৩৫

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দিবস ঘিরে প্রতিবছর ২২ নভেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ৫ দিনের ছুটিতে থাকায় এবার বিশ্ববিদ্যালয় দিবস আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে ২২ নভেম্বরের পরিবর্তে ২৫ নভেম্বর। তবে ২২ নভেম্বরকে ঘিরে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটি আয়োজন করতে যাচ্ছে দোয়া মাহফিল।
 
বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আলীনূর রহমান ‘দৈনিক আজকালের খবর’ ক্যাম্পাস প্রতিনিধিকে এ বিষয়ে নিশ্চিত করেন।
 
উদযাপন কমিটির সূত্রে জানা যায়, ২২ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা কেন্দ্রীয় মসজিদে ক) ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে যারা ছিলেন তাঁদের আত্মার শান্তি কামনা খ) ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা গ) জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার শান্তি কামনা এবং ঘ) আন্দোলনে যারা আহত হয়েছে তাদের দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।
 
প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আলীনূর রহমান জানান, প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে বসে আলোচনা করে এমন দোয়া মাহফিলের সিদ্ধান্ত নেয়া হয়। শিগগিরই নোটিশের মাধ্যমে গৃহীত কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।
 
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, ২৫ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী বলতে এখানে বিশেষ অজুহাতে বা ভিসি স্যারের অনুপস্থিতির কারণে পেছানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিবছর ২২ নভেম্বর। এবার দোয়া মাহফিলের আয়োজনকে শ্রদ্ধা জানাই। যদিও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন এখনও পাইনি। হয়তো প্রজ্ঞাপন দিবে।
 
উল্লেখ্য আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে ৫ দিনের সফরে ইন্দোনেশিয়া গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সেমিনারে অংশগ্রহণ শেষে ২৩ নভেম্বর (শনিবার) তিনি দেশে ফিরবেন।
 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর