বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বুবলী

মানুষের ভালোবাসাই আমার কাছে সেরা উপহার

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৪, ১৩:২২

ঢাকাই ছবির শীর্ষ নায়িকাদের অন্যতম শবনম বুবলী। শাকিব খানের বিপরীতে চলচ্চিত্রে শুরু তাঁর। এরপর নানা ঘটন-অঘটন ঘটে গেছে জীবনে। এসেছে সাফল্যও। বর্তমানে ঢাকাই ছবির নির্মাতাদের কাছে নায়িকা হিসেবে অন্যতম নির্ভরতা তাঁর প্রতিই। সবকিছু ছাপিয়ে এ অভিনেত্রী এখন শাকিব খানের সন্তানের মা। অভিনয় আর শেহজাদ খান বীরকে নিয়ে তাঁর পৃথিবী। আজ এ অভিনেত্রীর জন্মদিন। প্রতি বছর পরিবারের সঙ্গেই দিনটি রাঙিয়ে তুলেন তিনি। কেক কাটেন, বীরকে নিয়ে বাইরেও বেরোন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

জন্মদিনে যে আয়োজন থাকছে.....

প্রতিবার নিজের মতো করেই জন্মদিন পালন করেন তিনি। বুবলী বলেন, ‘আমার জন্মদিনটা আমি আমার নিজের মতো করে কাটাই। পরিবারের সবার সঙ্গে বাসায় উদযাপন করি, মসজিদে মিলাদ দেওয়া হয়, আর এতিমদের খাওয়ানো হয়। বরাবরই এমনটা করি। এবারও সে রকমই পরিকল্পনা আছে।’ বুবলী আরও বলেন, ‘জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনেক ভালোবাসা পাই। সবাই আমার জন্য দোয়া করবেন, সামনে যেন আরও ভালো চলচ্চিত্র উপহার দিতে পারি। সবার ভালোবাসা আর দোয়ায় সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

জন্মদিনে সেরা উপহার

নায়িকাদের মধ্যে আলাদা ফ্যানবেজ তৈরি করতে পেরেছেন বুবলী। সিনেমায় আসার পর থেকে দেশ ও দেশের বাইরের হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। জীবনে এটাকে বড় প্রাপ্তি হিসেবেই দেখেন তিনি। তাই জন্মদিন উপলক্ষে দর্শক ও মানুষের এসব ভালোবাসাকেই বড় উপহার বললেন বুবলী।

যে ছবির শুটিংয়ের ব্যস্ততা

প্রায় সপ্তাহখানেকের জন্য কক্সবাজারের রামুতে থাকতে হবে বুবলীকে। কেন সেখানে থাকবেন তিনি? নাহ ঘুরাঘুরি উদ্দেশ্য নয়। সিনেমার শুটিংয়ের জন্যই। সম্প্রতি ‘পিনিক’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। এতে তাঁর নায়ক থাকছেন আদর আজাদ। সব ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি আসছে প্রেক্ষাগৃহে। এ সিনেমার শুটিং করতেই বুবলী যাচ্ছেন রামুতে। বুবলী বলেন, ‘গেল ঈদে ‘জংলি’ মুক্তি পাওয়ার কথা ছিল; কিন্তু নানা কারণে ছবিটি মুক্তি পায়নি। আগামী ঈদে এটি মুক্তি পাবে কিনা, তা এখনও অফিসিয়ালি জানানো হয়নি। এর মধ্যে নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হলাম। সেই ছবিটির শুটিংয়ের জন্যই রামুতে যাওয়া।

আরও কয়েকটি ছবি

সাইফ চন্দন পরিচালিত ‘কয়লা’ নামে একটি ছবিতে অভিনয় করছিলেন বুবলী। ছবিটির শুটিং শেষ। তবে কবে নাগাদ মুক্তি পাবে সেটা নায়িকার অজানা। বুবলী বলেন, আমাদের কাজ তো অভিনয় করা। কবে মুক্তি পাবে তার সবটাই পরিচালক প্রযোজকদের হাতে।

নতুন ছবির খবর

ইতোমধ্যে তরুণ কয়েকজন নির্মাতার সঙ্গে বুবলীর বেশ কয়েকটি সিনেমা নিয়ে প্রাথমিক মিটিং হয়েছে। অনেকগুলোর চিত্রনাট্যও হাতে রয়েছে। সেগুলো চূড়ান্ত হওয়ার পরই জানানো হবে। তাই আপাতত সেসব নিয়ে নায়িকার মুখ খোলা বারণ। তবে নতুন বছরের শুরুতেই বেশ কয়েকটি ভালো কাজের খবর দিতে পারবেন বলেও ইঙ্গিত দিলেন এ চিত্রনায়িকা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর