বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

কুমিল্লায় সমতট পড়ুয়ার উদ্যোগ

বই পাঠের আসর, মিলে পুরস্কার

সাইফুল ইসলাম সুমন, কুমিল্লা

প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৪, ২১:০০

বই হাতে নিয়ে নজরুল ইন্সটিটিউটের মুক্তমঞ্চে এসে হাজির হোন কিছু সংখ্যক তরুণ তরুণী। তাদের উদ্দেশ্য একটাই, তারা বই পড়বে। আবার সেটা সবার সামনে উপস্থাপন করবে। প্রতি মাসে অন্তত দু'বার করে বসে তাদের পাক্ষিক আসর। তাদের কোন নির্দিষ্ট বিষয়বস্তু থাকে না। এখানে এসে গল্প, কবিতা, উপন্যাস; যার যা ইচ্ছা তা-ই পড়তে পারে। তারা দলগতভাবে বই পড়া সম্পন্ন করে সবার সামনে তার সার সংক্ষেপ উপস্থাপন করেন। এতে সেরাদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।


প্রযুক্তি থেকে দুরে থাকতেই বসে তাদের বই পড়ার এই আসর। তবে বই পড়াকালীন সময়ে খুব বেশি প্রয়োজন না হলে মোবাইল ব্যবহারে নিরুৎসাহিত করা হয়। এতে করে মনোযোগ সহকারে বই পড়তে পারে তারা।


গত পাঁচ বছর ধরে কুমিল্লায় চলছে তাদের এই বই পড়া কার্যক্রম। সমকালে থেকে চিরকালকে স্পর্শ করি এ স্লোগানে 'সমতট পড়ুয়া' সংগঠনটি এ উদ্যোগ গ্রহণ করেছে। ২০১৯ সালের ডিসেম্বর থেকে শুরু হয়েছে তাদের এই কার্যক্রম। কুমিল্লায় চারশ'য়েরও অধিক বই পাঠক সংগঠনটির সাথে সম্পৃক্ত হয়েছে।


'সমতট পড়ুয়া' ১৫ সদস্য বিশিষ্ট কমিটি দ্বারা পরিচালিত হয়। এতে সভাপতি সুপ্রিয়া রায়, সহ-সভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক সুপ্তি সাহা ঈশিকা দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠাকালীন প্রধান সংগঠক হলেন সাইফুল ইসলাম।


তাদের বইপড়ার ও অন্যদের বইয়ের প্রতি উৎসা‌হিত করার পাশাপা‌শি চ‌রিত্র চিত্রায়ণ, ইতিহাস পর্যা‌লোচনা, নি‌দিষ্ট বিষয় নি‌য়ে ব্লগ লিখা কার্যক্রমের অন্যতম অংশ।


এছাড়া সংগঠন‌টির অনলাইন কার্যক্রম প‌রিচালনার জন্য ৪‌টি টিম র‌য়ে‌ছে।টিম রূপজালাল, টিম স‌ঞ্চিতা, টিম চতুরঙ্গ, টিম চন্দ্রকথা। টিমগু‌লো‌র নেতৃ‌ত্বে থাকা ৪ জন দল‌নেতা প্রায় ২৫ জন সদস্যদর মাধ্যমে নিয়‌মিত সমতট পড়ুয়া'র ফেসবুক গ্রু‌পে বুকরি‌ভিউ থে‌কে শুরু ক‌রে অন্যান্য কার্যক্রমগুলো উপস্থাপন ক‌রে। মাস শে‌ষে সেরা দল‌নেতা, সেরা সদস্য, সেরা ইতিহাস পর্যা‌লোনা, সেরা ব্লগ পোস্ট, সেরা সি‌নেমা সা‌হিত্য পর্যা‌লোচনাকারী নির্বাচিত করা হয়।


সমতট পড়ুয়া'র সভাপতি সুপ্রিয়া রায় বলেন, আমাদের মাসে দুই বার পাক্ষিক আসর সংগঠিত হয়। এখানে এসে যে যার যার মত গল্প, কবিতা, উপন্যাস পড়তে পারেন ও উপস্থাপন করতে পারেন। এখানে বই বিনিময়, পাঠ প্রতিক্রিয়া, নতুন পাঠক উদ্বুদ্ধকরন, ইতিহাস পর্যালোচনা, লেখক পাঠক বৈঠক ও সিনেমা সাহিত্য চর্চাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। এখানে যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। আমাদের কার্যক্রম সকলের জন্য উন্মুক্ত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর