বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

কবিতা

চাতকের মতো থাকি অপেক্ষায়

নাজমুন নাহার লাডলী

প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৪, ১৫:০৫

ফিরবে না জেনেও চাতকের মতো থাকি অপেক্ষায়
হয়তো কোনো নিস্প্রভ বেলায় যদি মনে পড়ে যায়
যদি ফিরে আসো চেনা পথ ধরে অচেনা আঙিনায় ।


গহন রাতে ভেবে ভেবে নয়ন জলে ভাসি
ঘুনে পোকায় বসৎ গেড়েছে, অষ্ট প্রহর চলছে ডেকে
চৈতালী চাঁদ যাচ্ছে ডুবে, জুঁই চামেলি ঘুমের ঘোরে
নিয়তির কাছে অসহায় আমি বাকহীন শ্রোতা যেন ।
এই অবেলায় আজও রয়েছি অপেক্ষায়


যদি ফিরে আসো আবার চেনা পথ ধরে অচেনা আঙিনায় ।
দিবাকর ফিরে গেছে অস্তাচলে নতুন ঊষায় জ্বলবে বলে
বুড়ো অথর্ব ল্যাম্পপোস্টটা দাঁড়িয়ে আছে
ভাঙাচোরা চেহারায় মিটিমিটি আলো জ্বেলে ।


বুনো হাঁস বেঁধেছে বাসা শ্যাওলাজমা পুরোন ভিটায়
প্রেমদাহে জ্বলে পুড়ে নিঃশেষ হওয়ার অপেক্ষায়
একরাশ শূন্যতা নিয়ে আজও নির্বিকার বেঁচে আছি ।


কত প্রশ্ন বিক্ষিপ্ত করে মনের আঙিনা
ব্যথার পাখি চঞ্চু খুঁটে হৃদয় নামক পাথরে
চারিদিক শুনশান নীরবতা
বয়ে চলে মৃদু সমীরণ


দু’চোখ নিদ্রাহীন, এসে যদি অভিমানে ফিরে যাও আবার
তবে এ ব্যথা লুকোব কোথায় ?
ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে হবে
অপেক্ষার প্রহর যে ফুরোবে না আর ।


নিস্পলক চেয়ে দেখা, হাতে হাত ছুঁয়ে দেখা
এ জনমে তবে কি আর হবে না ?
কায়া হয়ে চিরকাল এমনি করেই ভেবে যেতে হবে
এমনি করেই প্রাণবায়ু উড়ে যাবে অসীম দিগন্তে
হৃদয় আর চোখে অপেক্ষার ছায়া রয়ে যাবে অনন্তকাল ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর