বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউর ২৭ রাষ্ট্রদূতের বৈঠক শিগগিরই 

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৪, ১২:২২

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭ দেশের রাষ্ট্রদূত শিগগিরই সমবেতভাবে ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রধান উপদেষ্টা রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান।

তিনি বলেন, দিল্লি থেকে একসঙ্গে ২০ জন রাষ্ট্রদূতসহ মোট ২৭ রাষ্ট্রের রাষ্ট্রদূত সমবেতভাবে আমার সঙ্গে বৈঠক করার জন্য আগামী কয়েক দিনের মধ্যে ঢাকায় আসছেন।

ড. ইউনূস জানান, ইউরোপীয় ইউনিয়নের ২০ দেশের ২০ জন রাষ্ট্রদূত দিল্লিতে থাকেন। সাত দেশের সাত রাষ্ট্রদূত থাকেন ঢাকায়। দিল্লিতে বসবাসরত ২০ রাষ্ট্রদূত ও ঢাকায় বসবাসরত ৭ রাষ্ট্রদূত মিলে ইইউভুক্ত মোট ২৭ রাষ্ট্রের রাষ্ট্রদূত সমবেতভাবে তার সঙ্গে বৈঠক করবেন।

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের ২৭ জন রাষ্ট্রদূত একত্র হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসা এবং দিল্লি থেকে এত বিশাল সংখ্যক রাষ্ট্রদূত একসঙ্গে বৈঠক করার ঘটনা হবে নজিরবিহীন। আগে কখনো ইউরোপীয় ইউনিয়নের ২৭ জন রাষ্ট্রদূত একত্র হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেননি।

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি ইইউর সমর্থন প্রকাশ এবং অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে এ কাজটি করা হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা।

বাংলাদেশের সংকটময় সময়ে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূস বিশ্ব নেতাদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, আমি যখন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিই সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ইতালি, হল্যান্ড, জাতিসংঘ মহাসচিবসহ বিশ্বের অনেক দেশের সরকার প্রধানের সঙ্গে আমার বৈঠক করার সুযোগ হয়। তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রতি সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

নেপাল, মালদ্বীপ, পাকিস্তানসহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গেও তার বৈঠক হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশে ফিরে আসার পর এসব দেশের রাষ্ট্রদূত যারা ঢাকায় স্বতঃপ্রবৃত্ত হয়ে আমার সঙ্গে দেখা করে তাদের সরকার প্রধানদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে গেছেন।

তারা সম্পূর্ণ নতুনভাবে বাংলাদেশের জন্য সহায়তার নতুন ছক তৈরির কাজ শুরু করেছেন বলে জানান ড. মুহাম্মদ ইউনূস।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর