বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

সৌদি আরবে দূতাবাস খুলল ইরান

ডেক্স রিপোর্ট

প্রকাশিত:
৮ জুন ২০২৩, ২১:৫৬

 

 

দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সাড়ে সাত বছরের বিরতিতে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের কয়েক মাস পর সৌদি আরবে ইরান তাদের দূতাবাস পুনরায় চালু করেছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা বুধবার জানিয়েছে, কয়েকজন ইরানি ও সৌদি কর্মকর্তার উপস্থিতিতে কূটনৈতিক মিশনটি পুনরায় চালু করা হয়েছে। উপপররাষ্ট্রমন্ত্রী আলী রেজা বেকদলির অংশগ্রহণে মঙ্গলবার ইরান আনুষ্ঠানিকভাবে রাজধানী রিয়াদে তাদের দূতাবাস চালু করে।

সেই সঙ্গে দেশটিতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) স্থায়ী প্রতিনিধি অফিস আবারও খুলেছে ইরান। গত মাসের শেষের দিকেই ইরান জ্যেষ্ঠ কূটনীতিক আলিরেজা এনায়াতিকে সৌদি আরবে তাদের নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেছে। ইরাক ও ওমানের মধ্যস্থতায় দুই বছরের ম্যারাথন আলোচনার পর মার্চ মাসে এ দুই পারস্য উপসাগরীয় প্রতিবেশী সম্পর্ক পুনরুজ্জীবিত করতে সম্মত হয়। অবশেষে বেইজিংয়ে সেই সফলতা আসে।

চুক্তির আগে এপ্রিলে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি উচ্চপদস্থ বৈঠক হয়। তারা আনুষ্ঠানিকভাবে দুই দেশে কূটনৈতিক মিশন পুনরায় চালু করতে সম্মত হয়েছিল। এরপর গত কয়েক মাসে একাধিক প্রতিনিধিদল কূটনৈতিক মিশনগুলো আনুষ্ঠানিকভাবে পুনরায় খোলার প্রস্তুতির জন্য সফর বিনিময় করেছে। সৌদি আরবও ইরানে তার কূটনৈতিক মিশন পুনরায় চালু করতে প্রস্তুত বলে জানা গেছে। ইরান সাম্প্রতিক মাসগুলোতে ইব্রাহিম রাইসি সরকারের ‘প্রতিবেশী কেন্দ্রিক’ বৈদেশিক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বা উন্নত করার প্রচেষ্টা জোরদার করেছে। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত হওয়ায় দেশটির দুই প্রধান মিত্র বাহরাইন ও মিসরের সঙ্গেও তেহরানের সম্পর্ক পুনরায় চালু হওয়ার প্রচেষ্টার পথ প্রশস্ত হয়েছে। সূত্র : আনাদোলু এজেন্সি


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর