বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিলো ইবি আইন অনুষদের নবীন শিক্ষার্থীদের

রবিউল আলম, ইবি

প্রকাশিত:
৩ নভেম্বর ২০২৪, ১৩:০১

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অন্যতম আইন অনুষদের অন্তর্ভুক্ত আইন, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট ও আল ফিকহ এন্ড লিগাল স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন। এতে ফুল ও বিভিন্ন শিক্ষণীয় উপহার প্রদানের মধ্য দিয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

শনিবার (২ অক্টোবর) ১১ টায় একযুগে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনে স্ব-স্ব বিভাগে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইন বিভাগের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং আইন অনুষদভুক্ত অন্য দুই বিভাগীয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম। আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। একইভাবে ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে নবীন বরণ সম্পন্ন হয়। এদিকে আল ফিকহ এন্ড লিগাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে অন্যান্য শিক্ষকবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠান সমাপ্ত করেন।

এসময় আল ফিকহ এন্ড লিগাল স্টাডিজ বিভাগের নবীর বরণে বিভাগের অধ্যাপক ড. হামিদা খাতুন বলেন, কোনো বিভাগের দুইটা পথ খুলা নাই। কিন্তু তোমরা একদিকে জাজ হবা, একদিকে শিক্ষক হবা, অন্যদিকে ভালো স্কলার হবা। নিজ পরিবার আর বিভাগকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবা। নীতি নৈতিকতা ধরে রাখবা। দশ ও দেশের সেবায় নিয়োজিত হবা।

সমাপনী বক্তব্যে ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, আমাদের বিভাগে বিভিন্ন সীমাবদ্ধতা আছে। কিন্তু তার মাঝেও কোনো সেশন জট নেই। এই বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় দক্ষতার স্বাক্ষর রেখে চলছে। আমি বিশ্বাস করি তোমরা সবাই সৎ, যোগ্য ও পরিশ্রমী হবা। কর্মজীবনে তোমরাও তোমাদের দক্ষতার পরিচয় দিবে।

আইন বিভাগের অধ্যাপক ড. মাহবুব বিন শাহজাহান বলেন, যেহেতু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিককে আইন বিষয় পড়াশোনা হয়না, প্রথমদিকে এসে শিক্ষার্থীরা হতাশায় ভোগে। কিন্তু কিছুদিন ক্লাস করলে সব সহজ হয়ে যাবে। সৌভাগ্যের বিষয় যে আইন বিভাগের এলামনাই অনেক বড়। আইন সেক্টরে চাকরি বাজারে যে সুযোগ আছে, অন্য বিষয়ে এরকম নাই।

প্রধান অতিথির বক্তব্যে অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম বিভিন্ন বিভাগে বলেন, আমি ডিন মনে করি না। আমার পরিচয় আমি গর্বিত একজন ইবিয়ান। আইনের শিক্ষার্থীরা প্রায় প্রতিটি পেশায় যেতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আইন প্রয়োজন। দেশসেরা অনুষদে চান্স পেয়েছো তোমরা। নীতি নৈতিকতা ও পড়াশোনা সমন্বয় করে আমার অনুষদকে উদাহরণ হিসেবে তুলে ধরবে বলে আমার বিশ্বাস। আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল পরিচয় আছে। তারা বিভিন্ন জায়গায় বিচারক হিসেবে আছেন। তোমরাও পড়াশোনা শেষে সফলতা অর্জন করবে। সকলের জন্য আমার দরজা সবসময় খোলা। আমি চাই তোমরা সবজায়গায় নেতৃত্বের আসনে যাবে। সবাইকে বলবো- ১ম ও ২য় বর্ষে একাডেমিক পড়াশোনায় মনোযোগ দাও। ৩য় বর্ষ থেকে চাকরির পড়াশোনা করবে।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আইনের শিক্ষা আইনের ভবিষ্যৎ অনেক পুরানো। সারা পৃথিবীতে যত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে সবগুলোতেই আইন বিভাগ আইন অনুষদ খুবই বিখ্যাত ও সমৃদ্ধ। আইনের ছাত্র হিসেবে আমার মনে হয় আমি আইনে পড়ে ধন্য হয়েছি। আমি শুধু আইন শিখিনি আইনের পাশাপাশি সমাজ দেশ রাষ্ট্র মানব সম্পর্কে আমি শিখেছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর