বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

গাইবান্ধায় দাদাকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ অক্টোবর ২০২৪, ১২:২৭

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে আব্দুল খালেক ভোলা (৭০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাতি ও নাতবউয়ের বিরুদ্ধে।

এ ঘটনায় ভোলার নাতি আলম মিয়া (৩৫) ও আলমের স্ত্রী রেখা বেগমকে (৩০) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনগণ।

রোববার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামে ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক ভোলা বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দাদা আব্দুল খালেকের সঙ্গে নাতি আলম মিয়ান বিরোধ চলছিল। ফলে প্রায়ই তাদেব মধ্যে ঝগড়া হতো। রোববার রাতে বাড়িতে নিজের বাচ্চার মল দাদার বাড়ির উঠানে ফেলেন আলমের স্ত্রী রেখা। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আলম ও তার স্ত্রী রেখা লাঠি দিয়ে আব্দুল খালেক ভোলার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন ও পরিবারের লোকজন আলম ও তার স্ত্রী রেখাকে আটকে রেখে পুলিশে খবর দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত আলম ও তার স্ত্রী রেখাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর