বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

লক্ষ্মীপুর বাজারে টাস্কফোর্সের অভিযান, জরিমানা আদায়

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৪, ১৮:৩০

লক্ষ্মীপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে গঠিত জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স কমিটি বাজারে অভিযান পরিচালনা করেছে। শনিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা শহরের চকবাজারে আলু, পেঁয়াজ, রসুন, আদা, চাল, মসলা ও ডিমের আড়ত, কাঁচা বাজার, মাছ বাজার, ব্রয়লার এবং গরুর মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময ৫টি প্রতিষ্ঠানকে ৩৯,২০০টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুজিবুর রহমান, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লক্ষ্মীপুর জেলা সভাপতি ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি সভাপতি হোসাইন আহমদ হেলাল, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মনির হোসেন, ভোক্তা অধিকারের সহকারি পরিচালক নুর হোসেন রুবেল, বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আবদুল আজিজ, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর আবদুল্লা হিল হাকীম প্রমুখ।

জানা যায়, লক্ষ্মীপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে গঠিত জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স কমিটি বাজারে অভিযান পরিচালনা করে। এতে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী উত্তম কুমার নাথ স্টোরকে ৫০০০ টাকা, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর ৪(২) ধারা অনুযায়ী আব্দুর রহমান নামের এক ব্যক্তিকে ২০০টাকা এবং ওজনে কারচুপির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মো. সোহেল এর গোশতের দোকানকে ৩০,০০০টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া নির্ধারিত মূল্য অপেক্ষায় বেশি দামে মসলা বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী রাজ্জাক স্টোরকে ৩০০০টাকা এবং আল আমিন ভাণ্ডারকে ১০০০টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট ৫ টি প্রতিষ্ঠানকে ৩৯,২০০টাকা জরিমানা করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান বলেন, বাজারে দ্রব্যমূল্য নিয়ে মানুষের অনেক অভিযোগ রয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিকে নিয়ন্ত্রণে আনার জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। এ বিশেষ টিম নিয়ে আমরা বাজার মনিটরিংয়ে বের হয়েছি। প্রাথমিক ভাবে অনেক প্রতিষ্ঠানকে আমরা সতর্ক করেছি। এছাড়া ৫টি প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি। আমাদের অভিযান ও বাজার মনিটরিং অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর