বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ইবিতে শহিদ মীর মুগ্ধ স্মৃতি আন্তঃব্লক ফুটবল টুর্নামেন্ট শুরু

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
৩ অক্টোবর ২০২৪, ১৪:৩০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হল কর্তৃক ‘শহিদ মীর মুগ্ধ ফুটবল টুর্নামেন্ট -২০২৪’ এর উদ্বোধন হয়েছে। ছাত্র আন্দোলনে নিহত শহিদদের স্মরণে এই টুর্নামেন্টটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন।

এসময় খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক গোলাম রাব্বানী, ইবি সমন্বয়ক এস এম সুইট, সহ সমন্বয়ক তানভীর মন্ডল, নুর উদ্দিন ও মোজাহিদুল ইসলাম সহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্য এবং হলের সিনিয়র শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় হলের অন্যতম ব্লক টাইটানিক ও ছায়াপথ একে অপরের মোকাবেলা করে। টুর্নামেন্টে হলের ১৫টি ব্লক এবং সম্মিলিত সিনিয়রদের দল-সহ ১৬টি দল অংশ নিয়েছে। বাকি দলগুলো হলো : মালঞ্চ বনাম মিলন, স্মৃতিময়ী বনাম আবাবিল, সৌরজগত বনাম নীহারিকা, শান্তিনিকেতন বনাম মায়াকুজ, স্বাধীনতা বনাম হিমালয়া, মুক্তাঙ্গন বনাম হৃদয় স্পন্দন, টাইটানিক বনাম ছায়াপথ, স্বপ্নের আঙ্গিনা বনাম সানলাইট।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, আসলে শহীদ জিয়াউর রহমান হলের টুর্নামেন্টে যে খেলার নামটা সিলেক্ট করা হয়েছে- শহীদ মীর মুগ্ধ গণআন্দোলনে অন্যতম সৈনিক ছিলেন। যার নাম শুনলে বিবেক নাড়া দেয়। আমি আশা করি এরকম টুর্নামেন্ট প্রতিটি হলে আয়োজন করবেন যাতে আমাদের জুলাই গণঅভ্যুত্থানকে আরও দীর্ঘস্থায়ী করা হয় এবং প্রজন্মের পর প্রজন্ম স্মরণে রাখেন।

পলিচালক কমিটির আহ্বায়ক গোলাম রাব্বানী বলেন, জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর প্রতিটি হল আন্তঃব্লক টুর্নামেন্টের আয়োজন করে যাচ্ছে, সেই ধারাবাহিকতায় আমরাও এক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে শহীদ জিয়াউর রহমান হলের সকল আবাসিক শিক্ষার্থীরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারেন।

শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড শেখ এ বি এম জাকির হোসেন বলেন, আন্দোলনের সময় প্রতিদিন আমি বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে বসে থাকতাম। আন্দোলনে শহীদদের খবর শুনে আমার মনে রক্তক্ষরণ হতো। সে আন্দোলনেরই শহীদ মুগ্ধ এর স্মরণে আজকের এই আয়োজন।

অনুষ্ঠানের উদ্বোধনকালে সকল খেলোয়াড় ও খেলাধুলার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, তোমরা এই ফুটবল খেলার মাধ্যমে বেস্ট খেলোয়াড়দের চিহ্নিত করে নতুন টিম গঠন করবে এবং বিভিন্ন জায়গা থেকে সম্মানজনক জয় বয়ে আনবে এই প্রত্যাশা করি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর