বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ৪ নতুন প্রভোস্ট

রবিউল আলম, ইবি

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২১

ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৬ হলের প্রভোস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলে তিন ছাত্রী হল ও একটি ছাত্র সহ মোট ৪ আবাসিক হলের নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আবাসিক হলের নতুন নিয়োগপ্রাপ্তরা হচ্ছেন- শেখ হাসিনা হলের নতুন প্রভোস্ট হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডলের স্থলে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথীর স্থলে ইইই বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে আইসিটি বিভাগের অধ্যাপক ড. শিপন মিয়ার স্থলে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মো: আসাদুজ্জামানের স্থলে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ নিয়োগ পেয়েছেন।

অফিস আদেশের মতে, আবাসিক হল প্রভোস্টদের পদত্যাগ পত্র ২৮ সেপ্টেম্বর থেকে গৃহীত হয় এবং তদস্থলে একই তারিখের অপরাহ্ন থেকে পরবর্তী ১ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের নিয়োগ দিয়েছেন। তাঁরা এ দায়িত্ব পালনের জন্য নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের কাছে পদত্যাগপত্র জমা দিলেন ৬ হলের আবাসিক প্রভোস্ট। দীর্ঘ ৩৪ দিন পর নতুন করে ৪ হলে প্রভোস্ট নিয়োগ দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মোট ৮ টা আবাসিক হলের মধ্যে ৬টা হলের প্রভোস্ট পেলেও এখনও শেখ রাসেল হল এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট নিয়োগ হয়নি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর