বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ইবি'র ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন অনুষদভুক্ত ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের নতুন সভাপতির দায়িত্ব নিয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বিভাগীয় সভাপতির কক্ষে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিল বিভাগের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহেদ আহমেদ, মো: হুমায়ুন কবীর, ড. মো: আরিফুল ইসলাম, বিভাগের উপ-রেজিস্ট্রার এনামুল হক। এছাড়াও বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। এসময় প্রতিটি ব্যাচ নতুন সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন।

নব মনোনীত সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, আমি বলে বলবো না, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট আমাদের পরিবার। এখানে সহকর্মী ও শিক্ষার্থীদের সহয়তায় অর্থাৎ যাদের নিয়ে আগামীর পথচলা শুরু তাদের নিয়েই বিভাগকে সামনে এগিয়ে নিয়ে যাব। পূর্ব থেকে আরও সামনে কিভাবে নিতে হয় সেদিকে নজর থাকবে। আমার কাজের মাধ্যমে প্রমাণিত হবে আসলে আমি কতটুকু চেষ্টা করতেছি। সর্বোপরি সবার সহযোগিতা কামনা করছি।

বিদায়ী সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার আশা বলেন, প্রতিষ্ঠাকালীন সভাপতি থেকে শুরু করে কেউ পূর্ণ দায়িত্ব পালন করার সুযোগ না পেলেও আমার মাধ্যমে সফলভাবে দায়িত্ব শেষ করার পথ শুরু। আমি এইটুকুই প্রত্যাশা রাখব যে আমার সহকর্মী নবনিযুক্ত জনাব মেহেদী হাসান সেই সফলভাবে পূর্ণ দায়িত্ব পালন করবে। বিভাগকে নিয়ে ভাববে, সবার সাথে সহযোগিতামূলক দায়িত্ব পালন করবে এই আশা ব্যক্ত করে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি এবং আগামীর পথচলা শুভ হোক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম বলেন, আইন অনুষদ একটি পরিবার। এই অনুষদের অন্তর্ভুক্ত ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের নব-নিযুক্ত সভাপতি শিক্ষার্থীদের জন্য কাজ করবে এবং সবার সহযোগিতায় বিভাগকে সমুন্নত রাখবেন। আমি ডিন হিসেবে বলবো, সবার জন্য আমার অফিস রুম খুলা। সব সময় যেকোনো পরামর্শ, অভিযোগ কিংবা পর্যালোচনা সরাসরি বলা যাবে।

এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সংকটময় মূহুর্ত পার করতেছি। ডিন হিসেবে আমি কষ্ট পাচ্ছি যে সীমাবদ্ধতার কারণে তোমাদের পরীক্ষা নিতে পারছি না। সেশনজট মুক্ত হোক সেই দিকে আপাতত নজর দিচ্ছি। তোমরা যারা ১ম ও ২য় বর্ষে আছো, তারা ৩য় বর্ষের আগেই একাডেমিক পড়াশোনা শেষ করে ফেলো, ৩য় বর্ষের পরবর্তীতে চাকরির পড়াশোনায় মনোযোগী হওয়া লাগবে। তাহলে বিভাগ কিংবা অনুষদ সাফল্যের শিখরে দেখতে পারবো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর