বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বাকৃবিতে শিক্ষার্থী ও আইসিটি সেলের পরিচালকের আলোচনা

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৯

ওয়াই-ফাই ও মোবাইল নেটওয়ার্কের সমস্যার সমাধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আইসিটি সেলের পরিচালকের সাথে শিক্ষার্থীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। ওই সভায় শিক্ষার্থীদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রুস্তম আলী এবং সেগুলো যথাসম্ভব সমাধানের আশ্বাস দেন।

এসময় শিক্ষার্থীরা জানায়, ক্যাম্পাসের বেশ কয়েকটি হলে বিশেষত মেয়েদের হলে মোবাইল নেটওয়ার্ক অত্যন্ত দুর্বল। অনেক সময় তাদের জন্য মোবাইল ফোনের মাধ্যমে সঠিকভাবে কল করা বা ইন্টারনেট ব্রাউজিং করাও কঠিন হয়ে পড়ে। এছাড়া সপ্তাহের শেষের দিকে শুক্রবার ও শনিবারে ওয়াই-ফাই সংযোগ কার্যত অকার্যকর অবস্থায় থাকে। একইসঙ্গে বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় ধরে ওয়াই-ফাই নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার কারণে ছাত্রছাত্রীরা অত্যন্ত অসুবিধার সম্মুখীন হন।

শিক্ষার্থীরা আরো অভিযোগ করেন, শিক্ষার্থীরা নিজেরা রাউটার কিনে সংযোগ স্থাপন করলেও পর্যাপ্ত ব্যান্ডউইথ পাওয়া যায় না। হঠাৎ করে ব্যান্ডউইথ অনেক কমে যায় যা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ন কার্যক্রম পরিচালনার প্রধান অন্তরায়। ওয়াই-ফাই সমস্যার জন্য আইসিটি সেলকে কল করে বা অভিযোগ দিয়েও অনেকসময় কোনো সাড়া পাওয়া যায় না। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কিছু নির্দিষ্ট স্থান যেমন আব্দুল জব্বার মোড়, কে আর মার্কেট এবং ফার্ষ্ট গেটের দিকে ভালো ওয়াই-ফাই সংযোগ থাকলেও, হলগুলোতে এবং অনুষদ ভবনগুলোতে এই সুবিধা খুবই দুর্বল। আমরা চাই দ্রুত সময়ে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কের সমস্যাগুলোর সমাধান পাওয়া যাবে।

এসময় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রুস্তম আলী জানান, নতুন দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট সেবার উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছি। বেশ কিছু হলে আধুনিক ওয়াই-ফাই সিস্টেম সংযুক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের স্পিড কমে যাওয়ার সমস্যা নিয়েও আমরা কাজ করবো। অতিসত্বর আমরা সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবো।

তিনি আরো বলেন, তবে হলগুলোর ক্ষেত্রে শিক্ষার্থীরা যদি সবাই আলাদা আলাদা করে কল না করে, একজন প্রতিনিধির সাহায্যে বিষয়টি অবগত করে তাহলে দ্রুত সমাধান করা সম্ভব। পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধানেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর