বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মাঠে ফেরার অপেক্ষায় সাকিব

নাগরিক স্পোর্টস

প্রকাশিত:
৮ জুন ২০২৩, ১৯:৫৮

.

সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ, ঝরছিল গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এর মধ্যেই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাদা টি-শার্টের সঙ্গে শর্টস পরে দৌড়ানোর জন্য মাঠে হাজির সাকিব আল হাসান। এর আগে জিমে ঘাম ঝরান তারকা অলরাউন্ডার। ডান হাতের তর্জনী তখনও ব্যান্ডেজে মোড়ানো। আঙ্গুুলের ওই চোটেই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে পারছেন না সাকিব। তবে আগামী মাসে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজে তাকে পাওয়ার আশা করা হচ্ছে। সেই লক্ষ্যে ফিটনেস অনুশীলন শুরু করেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। গত মাসে ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ নেওয়ার সময় ডান হাতের তর্জনীতে ব্যথা পেয়ে ৬ সপ্তাহের জন্য ছিটকে যান সাকিব। ফলে সিরিজের শেষ ম্যাচটি খেলতে পারেননি তিনি। ওই কারণেই মিস করছেন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। অনাকাক্সিক্ষত এই ছুটিতে পরিবারের সঙ্গে দেখা করতে তখন যুক্তরাষ্ট্র চলে যান বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সোমবার দেশে ফেরেন তিনি। পরদিন আসেন মিরপুরের হোম অব ক্রিকেটে। সেদিন অবশ্য বিসিবি কার্যালয়ে কিছুক্ষণ থাকার পর ইনডোরের বাইরে প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে ফিরে যান তিনি। এক দিন বিরতি দিয়ে বৃহস্পতিবার ফের মাঠে এসেছেন সাকিব। জিম সেশনের পর বিসিবির ফিজিওর সঙ্গে প্রায় ২০-২৫ মিনিট দৌড়ান তিনি। টেস্ট দলের নতুন সদস্য মুশফিক হাসানের সঙ্গে হাত মিলিয়ে তাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন তিনি। পরে মিরপুরের পিচ কিউরেটর গামিনি সিলভার সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ করতে দেখা যায় তাকে। অন্যান্য ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেন টেস্ট দলের নিয়মিত অধিনায়ক। সাকিবের আঙুলের সবশেষ অবস্থা বোঝার জন্য পুনরায় এক্স-রে করা হয়েছে। রিপোর্ট দেখে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে আশাবাদী মন্তব্য করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি। সাকিবের এক্স-রে রিপোর্ট দেখা হয়েছে। খুবই সন্তোষজনক। খুব বড় সমস্যা ছিল না। শিগগিরই মাঠে ফিরতে পারবে। আমরা আশাবাদী, (আফগানিস্তানের বিপক্ষে) ওয়ানডে সিরিজ খেলতে পারবে সাকিব।” মিরপুরে আগামী বুধবার শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। এটি খেলে চলে যাবে আফগানরা। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলতে পুনরায় ১ জুলাই আসবে তারা। চট্টগ্রামে ৫ তারিখ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। ওই সিরিজে খেলার লক্ষ্যে শিগগিরই সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। æদেশের বাইরে থাকায় তো সাকিবের অনেকদিন ফিটনেস অনুশীলন করা হয়নি। এজন্য আগে ফিটনেস ঠিক করতে হবে। এর সঙ্গে ১-২ দিনের মধ্যে ফিজিওর তত্ত্বাবধানে আঙুলের চোটের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। বৃহস্পতিবার অনুশীলনের শেষ দিকে ফিল্ডিং করতে গিয়ে হাতে ব্যথা পান জাকির হাসান। বিমর্ষ চাহনিতে তাকে ড্রেসিং রুমের ভেতরে ঢুকতে দেখা যায়। তবে বিসিবির প্রধান চিকিৎসক নিশ্চিত করেছেন, বাঁহাতি ওপেনারের অবস্থা এখন ভালো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর