বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

‘মুনিয়া হত্যামামলা প্রত্যাহারে ১শ’ কোটি টাকা দিতে চেয়েছিলেন আনভীর’

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৪, ১৭:৪০

মুনিয়া ধর্ষণ ও খুনের ঘটনায় করা মামলা প্রত্যাহার করতে ১শ’ কোটি টাকা দিতে চেয়েছিলেন প্রধান অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর। আইনশৃঙাখলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগকেও কুক্ষিগত করেছিলেন ক্ষমতা আর টাকার জোরে। পুনরায় মুনিয়া হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি করেছেন ভুক্তভোগির পরিবার।

মঙ্গলবার (২ে০ আগস্ট) প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন নিহতের বড়বোন নুসরাত জাহান তানিয়া।

খুন হওয়া কুমিল্লার শিক্ষার্থী মুনিয়ার সাথে বিশেষ সম্পর্ক ছিল সায়েম সোবহান আনভীরের। ঢাকার একটি কলেজের শিক্ষার্থী থাকাবস্থায় তাঁর সাথে পরিচয় হয় আনভীরের। এক পর্যায়ে প্রথমে বনানী এবং এরপরে গুলশান ২ নম্বরের একটি এ্যাপার্টমেন্টের বিলাসবহুল ফ্লাটে এনে তোলেন মুনিয়াকে। ২০২১ সালের ২৬ এপ্রিল মৃত্যুর আগ পর্যন্ত সেই ফ্লাটেই থাকতেন মুনিয়া।

মুনিয়ার পরিবারের দাবি, দ্বিতীয় বিয়ের প্রলোভন দিয়ে কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে দুবাইয়ে স্থায়ী করার আশ্বাসেই প্রেমের সর্ম্পকের অবতারণা করলেও এক পর্যায়ে ভোল পাল্টান চতুর আনভীর।

প্রতারণা বুঝতে পারলে মুনিয়া যখন মুখ খুলতে চান তখনই আনভীর তাকে ধর্ষণের পর খুন করে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে বলেও দাবি পরিবারের।

দেশব্যাপী আলোড়ন তোলে এই ঘটনা। কিন্তু অলৌকিকভাবে মামলার চার্জশীট থেকে প্রধান আসামি আনভীরের নাম বাদ রেখেই প্রতিবেদন জমা দেয় পুলিশ। পরবর্তীতে পিবিআইয়ের প্রতিবেদনেও ঘটে একই প্রহসন।

ময়না তদন্তে নিহত মুনিয়ার শরীরে স্পষ্ট ধর্ষণের আলামতে আনভীরের উপস্থিতি পায় চিকিৎসকরা। এমনকি সেদিন খুনের পরেও ধর্ষণের শিকার হন মুনিয়া।

এতসব কিছুর পরেও সায়েম সোবহান আনভীরকে গ্রেফতার তো দূরের কথা জিজ্ঞাসাবাদও করেনি পুলিশ। তৎকালীন আইজিপি বেনজীর আহমেদও বিশেষ আনুকূল্য দেখিয়েছেন এই বিজনেস মাফিয়াকে। শুধু তাই-ই নয়- সাবেক প্রধানমন্ত্রী স্বয়ং শেখ হাসিনার সাথে বিদেশে সফরসঙ্গীও হয়েছেন আনভীর।

দীর্ঘদিন আদালতে ঘুরে বিচার না পেয়ে আবারও আদালতের প্রতি আস্থা রাখতে চায় নিহত মুনিয়ার পরিবার। ঘুষ দিয়ে যেন আর কোনও পুলিশ তদন্ত প্রতিবেদন তৈরি করতে না পারে সেই দাবিও জানান সংবাদ সম্মেলনে।

মুনিয়ার ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারে দেশবাসীর সহায়তা চেয়েছেন তার বোন। তিনি বলছেন, মুনিয়া ভুল করেছিল কিন্তু কোনও অন্যায় করেনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর