বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

সম্মেলনে বিদায়ী বক্তৃতা

আমেরিকা, তোমাকে আমার সেরাটা দিয়েছি: বাইডেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৪, ১৩:১৫

‘আমেরিকা, আমি তোমাকে আমার সেরাটা দিয়েছি। হৃদয় ও আত্মা দিয়ে সেবা করেছি। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমেরিকা ‘সম্ভাবনার একটি জাতি’। শিকাগোতে ডেমোক্র্যাটিক দলের জাতীয় সম্মেলনে দেওয়া বক্তৃতায় এসব কথা বলে আবেগাপ্লত হয়ে পড়েন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় মেয়ে অ্যাশলি বাইডেন জড়িয়ে ধরেন বাবাকে, মুছে দেন চোখের পানি। সোমবার (১৯ আগস্ট) রাতে দলীয় সম্মেলনের উদ্বোধনী মঞ্চে এ দৃশ্য চোখে পড়ে। 

ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রার্থী, ভাইস পেসিডেন্ট কমলা হ্যারিসের উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রেসিডেন্ট জো বাইডেন। নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়ে তিনি হোয়াইট হাউসে তার স্থলাভিষিক্ত হবেন এমন আশাবাদ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘একজন প্রেসিডেন্টের কাজ হলো সকল আমেরিকানের জন্য সুযোগ সৃষ্টি করা। আপনার (কমলা হ্যারিস) কারণে, আমাদের চার বছরের অগ্রগতি অসাধারণ ছিল।

যদিও তিনি নিজের প্রশাসনের কৃতিত্বের বিষয়ে দীর্ঘ বক্তব্য দিয়েছেন। তার মধ্যে কিছুটা এড়িয়ে গেছেন কমলা হ্যারিসের প্রচারণা ইস্যু। তবে তিনি কমলার প্রচারাভিযানে ‌‘সেরা স্বেচ্ছাসেবক’ হওয়ার প্রতিশ্রুতি দিলে জনতা মাথা নেড়ে হাততালি দেন।

সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের ২০২০ সালে গণতন্ত্রকে বাঁচাতে হয়েছে। ২০২৪ সালে আমাদের আবার এটিকে বাঁচাতে হবে। এটি সহজ, এটি গুরুতর এবং এটি আপনাদের হাতে।’

আসন্ন নির্বাচনকে ‘গণতন্ত্রের আত্মার জন্য যুদ্ধ’ অভিহিত করেন তিনি। বলেন, আমেরিকা ‘সম্ভাবনার একটি জাতি’। অবকাঠামো বিল, ওষুধের দাম এবং জলবায়ু বিলের দিকে ইঙ্গিত করে নিজের আইন প্রণয়নের সাফল্যগুলো তুলে ধরেন।

বাইডেন ‘ভুল’ স্বীকার করেছেন, তবে বলেছেন, তিনি দেশকে তার ‘হৃদয় ও আত্মা’ দিয়ে সেবা করেছেন। তিনি বলেন, আমি আপনাদের জানাতে চাই, আমি আপনাদের সকলের প্রতি কতটা কৃতজ্ঞ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর