বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

তিন দপ্তরসহ এক শিক্ষকের রুমে তালা দিলো কুবির সমন্বয়করা

হাসিন আরমান অয়ন,কুবি

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৪, ১৪:০৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সমন্বয়করা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর, উপ-উপাচার্য দপ্তর, আইকিউএসি দপ্তর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহেরের রুমে তালা ঝুলিয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসানের রুম তালা ঝুলানোর জন্য খুঁজলেও রুম খুঁজে পায়নি।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত দপ্তরগুলোতে তালা ঝুলিয়ে দেয় সমন্বয়করা।

তালাবদ্ধ শেষে বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে অন্যতম আবু রায়হান 'সারা বাংলাদেশে এখনো স্বৈরাচার দোসররা বিভিন্ন স্থানে ঘাপটি মেরে বসে আছে। স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরও মঈন ক্রিটিক্যাল থিংকার আবার কীভাবে ক্যাম্পাসে আসা যায় সে চিন্তা করছে। কতটুকু নির্লজ্জ হলে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়ার পরও শিক্ষক সমিতির সভাপতি আবু তাহের স্যার ও মেহেদী স্যার পদত্যাগ করেনি। ছাত্রদের কাছে হেনস্তা হওয়ার আগে মানসম্মান নিয়ে আপনারা ক্যাম্পাস ত্যাগ করুন।'

সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসেন বলেন, 'আমরা চাই ক্যাম্পাসে সুস্থ ও সুন্দর পরিবেশ বিরাজ করুক। সকল ধরনের দুর্নীতি উৎখাত হউক। আমাদের হলগুলোতে যদি কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে আসে, তাহলে আমরা সকলে মিলে একসাথে তা প্রতিহত করবো। আন্দোলনের সময় যারা আমাদের ছোট ভাইদের ধরে নিয়ে মেরেছেন, তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে ক্যাম্পাস ছেড়ে চলে যাবেন বলে আশা করি। আমরা আপনাদের সাথে সংঘাত চাই না।'

এর আগে রবিবার (১১ আগস্ট) সংবাদ সম্মেলন করে রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেনকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেয় সমন্বয়করা। তবে আজ তারা রেজিস্ট্রারের পদত্যাগের বিষয়টি প্রত্যাহার করে নিয়েছে। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে তাদের জিগ্যেস করা হলে তারা জানান, 'গত ৬ বছর উনি বঞ্চিত ছিলেন। সেই বিষয়টি সম্পর্কে আমরা অবগত ছিলাম না। জানার পর আমরা ওনার পদত্যাগের বিষয়টি প্রত্যাহার করে নিলাম।'


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর