বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

কমলার সঙ্গে বিতর্কে রাজি ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৪, ১৪:১৮

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে টিভি বিতর্ক করতে সম্মত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৪ সেপ্টেম্বর ফক্স নিউজ আয়োজিত বিতর্কে অংশ নিতে চান তিনি। তবে ৫৯ বছর বয়সী কমলা বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করবেন কি না, তা স্পষ্ট নয়। রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, নতুন বিতর্কটি পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।

সঞ্চালনা করবেন ফক্স নিউজের ব্রেট বেয়ার ও মার্তা ম্যাককালাম। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, কমলা হ্যারিসের সঙ্গে আগামী ৪ সেপ্টেম্বর বিতর্ক করতে ফক্স নিউজের সঙ্গে সম্মত হয়েছি। বিতর্কটি ‘ঘুমন্ত’ জো বাইডেনের সঙ্গে এবিসি নিউজে হওয়ার কথা ছিল। কিন্তু বাইডেন নির্বাচন থেকে সরে যাওয়ায় বিতর্কটি আর হচ্ছে না।

৭৮ বছর বয়সী ট্রাম্প বলেন, বিতর্কটি গ্রেট কমনওয়েলথ অব পেনসিলভানিয়ায় অনুষ্ঠিত হবে। বাইডেনের সঙ্গে বিতর্কের জন্য যেসব নিয়ম নির্ধারণ করা হয়েছিল, কমলার সঙ্গে বিতর্কেও একই নিয়ম থাকবে। তবে বিতর্কে দর্শক-শ্রোতার অংশগ্রহণ থাকবে। কমলা হ্যারিস বিতর্কের নতুন শর্তে রাজি হবেন কি না, তা স্পষ্ট নয়।

এ বিষয়ে জানতে তাঁর প্রচার শিবিরের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি।

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনীত কমলা

ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন কমলা হ্যারিস। দলীয় প্রতিনিধিদের এক ভোটে গত শুক্রবার তাঁকে মনোনীত করা হয়। দুই হাজার ৩৫০ জন ডেমোক্র্যাট প্রতিনিধি কমলাকে ভোট দেন, যা মনোনয়নের জন্য প্রয়োজনীয় ভোটের চেয়ে বেশি। ডেমোক্র্যাটরা বলছেন, দলের তিন হাজার ৯২৩ জন প্রতিনিধি কমলাকে ভোট দেবেন।

এই ভোট আগামীকাল সোমবার পর্যন্ত চলবে। প্রতিক্রিয়ায় কমলা বলেন, তাঁকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পছন্দ করায় তিনি সম্মানিত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর