বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বাড়িতে গাঁজার চাষ, পুলিশের অভিযানের খবরে সপরিবার পলায়ন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৪, ১২:০৬

বগুড়ার শেরপুরের একটি বসতবাড়িতে গোপনে গাঁজার চাষ করা হচ্ছে—এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ওই বাড়ি থেকে সপরিবার পালিয়ে যান সদস্যরা। আর ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে প্রায় ১০ ফুট উচ্চতা ও চার কেজি ওজনের একটি গাঁজাগাছ। এ ঘটনায় বাড়ির মালিকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গতকাল রোববার (২৮ জুলাই) রাতে সীমাবাড়ি ইউনিয়নের ররোয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম সাইফুল ইসলাম। তিনি ররোয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, ররোয়া পশ্চিমপাড়া গ্রামের সাইফুল ইসলাম গোপনে তাঁর বসতবাড়ির পেছনে গাঁজার চাষ করতেন। স্থানীয়ভাবে তিনি মাদকসেবী ও বিক্রেতা হিসেবে পরিচিত। গতকাল রাতে পুলিশের উপস্থিতি টের পেয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে পালিয়ে যান তিনি। বাড়ির ভেতরে চারপাশে অভিযান চালিয়ে একটি গাঁজাগাছ পাওয়া গেছে। প্রায় ১০ ফুট উচ্চতার গাছটির ওজন প্রায় চার কেজি। স্থানীয় লোকজনের উপস্থিতিতে গাছটি জব্দ করা হয়। গতকাল রাতেই থানায় সাইফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বলেন, সাইফুল মাদকদ্রব্য সেবনের পাশাপাশি এগুলো বিক্রিও করে থাকেন। তবে তিনি গোপনে নিজ বসতভিটার ভেতরে গাঁজার চাষ করছেন, তা এলাকাবাসী জানতেন না। পুলিশের অভিযানের পর গ্রামবাসী বিষয়টি জানতে পারেন।

আসামি সাইফুলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর