বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মহাকাশ পর্যবেক্ষণে দেশে প্রথম জিএনএসএস অবসারভেটরি স্থাপন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৬ জুন ২০২৪, ১১:২৯

মহাকাশ আবহাওয়া পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো স্থাপিত হলো জিএনএসএস আয়নোস্ফিয়ারিক অবসারভেটররি।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি)-এর সাথে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) যৌথ উদ্যোগে এই অবসারভেটরিটি গত মঙ্গলবার (২৫ জুন) এমআইএসটি প্রাঙ্গনে স্থাপিত হয়।

এই উপলক্ষে, আয়োজিত সেমিনারে ইতালি হতে আগত বিজ্ঞানীগণ মূল প্রবন্ধ পাঠ করেন।
এমআইএসটিতে আয়োজিত সেমিনারে বিজ্ঞানী ড. ইমানুয়েল পিকা বিশ্বজুড়ে আয়নোস্ফিয়ারিক স্পেস ওয়েদার মনিটরিংয়ের জন্য ইতালীয় সুবিস্তৃত নেটওয়ার্ক সম্পর্কে ধারণা প্রদান করেন। তিনি ওই নেটওয়ার্কের ডাটা কিভাবে মহাকাশ গবেষণার ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে তার ওপর এবং সমাজে এর প্রভাব সম্পর্কে আলোচনা করেন।

বিজ্ঞানী ড. ম্যাসিমো ভায়োলা সেমিনারে ব্যাখ্যা করেন, কীভাবে আইএনজিভি দ্বারা উন্নীত আইটি নির্ভর সিস্টেম উক্ত নেটওয়ার্ক থেকে সংগ্রহীত আয়নোস্ফিয়ারিক তথ্য ব্যবস্থাপনা ও বিস্তার করে।

এমআইএসটি-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, আরসিডিএস, এনডিসি, পিএসসি উক্ত সেমিনারে বাংলাদেশের প্রেক্ষাপটে জিএনএসএস প্রযুক্তি ব্যবহার করে মহাকাশ গবেষণার গুরুত্ব সম্পর্কে উল্লেখ করেন। এ ক্ষেত্রে রাঙ্গামাটির বেতবুনিয়ায় প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেন। তিনি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাকাশ গবেষণায় "স্মার্ট বাংলাদেশ" গঠনের মানসিকতা নিয়ে দক্ষ জনশক্তি তৈরিতে যে গুরুত্ব দিয়েছেন তা উল্লেখ করেন।

মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায় হাত মিলিয়ে বিশ্বব্যাপী আয়নোস্ফিয়ারিক পর্যবেক্ষণকে উৎসাহিত করবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, নিঃসন্দেহে এই সেমিনারটি বৈজ্ঞানিক গবেষণার অগ্রগতি, শিক্ষা ও উদ্ভাবনকে উৎসাহ প্রদানের মাধ্যমে জাতীয় ও বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক সুবিধা প্রদান করে এমআইএসটি-কে উপকৃত করবে। তিনি তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং সবার জন্য একটি উন্নত বিশ্ব তৈরি করতে হাতে হাত মিলিয়ে কাজ করতে উৎসাহিত করেন।

সেমিনারে উপস্থিত বিজ্ঞজনেরা আশা করেন যে, ২০২১ সালে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এর সাথে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তির মাধ্যমে আইএনজিভি বাংলাদেশে বৈজ্ঞানিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি আয়নোস্ফিয়ারিক অবজারভেটরি স্থাপনের মাধ্যমে এশিয়া মহাদেশ জুড়ে পর্যবেক্ষণ ক্ষমতা আরো জোরদার করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর