বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামী কর্তৃক স্ত্রী হত্যার শিকার

মোঃ নাজমুল হাসান, ফুলবাড়ী ( কুড়িগ্রাম)

প্রকাশিত:
১০ জুন ২০২৪, ১৩:৩৪

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘাতক স্বামী রহিমুল হক (২৮) কর্তৃক স্ত্রী রশিদা বেগম হত্যার শিকার হয়েছে। ন্যাক্কার জনক এই হত্যাকান্ডটি ঘটেছে রবিবার (৯ জুন) বেলা বিকাল ০৩.৩০ ঘটিকায়।

এলাকাবাসী সুত্রে জানা যায় কুড়িগ্রামের ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী (আছিয়ার বাজার) গ্রামের গোলজার হোসেনের বাড়ীতে। গোলজার হোসেনের ছেলে রহিমুল (২৮) এর স্ত্রী রশিদা বেগমের সাংসারিক কলোহের জের ধরে রবিবার (৯ জুন) বেলা বিকাল ০৩.৩০ ঘটিকায় বাক বিতন্ডা সৃষ্টি হয়। বাক বিতন্ডার এক পর্যায়ে ঘাতক স্বামী রহিমুল হক (২৮) বাশের শক্ত লাঠি দিয়ে রশিদা বেগমের মাথায় আঘাত করলে, রশিদা বেগমের মাথার মধ্যস্থানে গুরুত্বর ফাটা জখম হয়। অতিরিক্ত রক্ত ক্ষরন শুরু হলে ঘাতক স্বামী ও তার পরিবারের লোকজন দ্রুত রশিদা বেগমকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলবাড়ী, কুড়িগ্রাম এ নিয়ে আসলে, হাসপাতাল কর্তৃপক্ষ রশিদা বেগমকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে এ্যাম্বুলেন্সযোগে রশিদা বেগমকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে রশিদা বেগম মৃত্যুবরণ করে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, ঘাতক স্বামী রহিমুলের আগের দুই জন স্ত্রী ডিভোর্স হয়েছে। রশিদা বেগম তার ৩য় স্ত্রী। তাদের একটি ০৩ বছরের কন্যা সন্তান রয়েছে। পারিবারিক কলোহের জের ধরে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ প্রতিবেদককে জানায় যে, ঘটনার বিষয়ে জানতে পেরে তাৎক্ষনিকভাবে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে ঘাতক স্বামী রহিমুল (২৮) কে গ্রেফতার করেছে। এই বিষয়ে রশিদা বেগমের পরিবারের লোকজন থানায় লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর