বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ক্রীড়াঙ্গনে ইসলামী বিশ্ববিদ্যালয় একটি ব্রান্ড -ইবি উপাচার্য

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
৫ জুন ২০২৪, ১৭:৩৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, আমি খুব আনন্দিত এজন্য যে, ইসলামী বিশ্ববিদ্যালয় খেলাধুলার একটা ব্রান্ড নেম। বিশ্ববিদ্যালয় ক্রীড়া ফোরামে আমাদের আলাদা একটা অবস্থান ও মর্যাদা আছে। খেলাধুলার প্রতি এ বিশ্ববিদ্যালয়ের আয়োজক এবং শিক্ষার্থীদের আগ্রহ আমাকে খুবই অনুপ্রাণিত করে।

বুধবার (৫ জুন) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত আন্তঃবিভাগ ও আন্তঃহল (ছাত্র) ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এইটা আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি বাৎসরিক ইভেন্ট। এই ইভেন্টের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদেরকে খেলাধুলায় প্রমাণ করার সুযোগ পায়। তাদের জন্যই আমাদের বিশ্ববিদ্যালয় স্পোর্টস এ অনেক পরিচিত পেয়েছে। খেলাধুলায় প্রতিযোগিতা থাকবে। এই প্রতিযোগিতার মাধ্যমেই আমাদের আনন্দ খুঁজতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দা‘ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ ও একই বিভাগের অধ্যাপক ড. মুহা. কামরুজ্জামান, ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সাহিদা আখতার ও একই বিভাগের সহকারী অধ্যাপক মো: মেহেদী হাসান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শাহ্ আলম প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বিশ্ববিদ্যালয়ের ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট ও দা‘ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। ৪০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম ম্যাচটি গোল শূন্য ড্র হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে দল দুইটি।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এ টুর্নামেন্ট। আগামী কাল থেকে ক্যাম্পাস বন্ধ হয়ে যাচ্ছে। পরবর্তী ম্যাচ গুলো ক্যাম্পাস খুললে শুরু হবে।আন্তঃবিভাগ শেষ হলে আন্তঃহল টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ৫ টি আবাসিক ছাত্র হল এ টুর্নামেন্টে অংশ নিবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর