বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

জাবির সঙ্গে এনএসডিএ’র সমঝোতা চুক্তি

আশরাফুল,জাবি

প্রকাশিত:
৫ জুন ২০২৪, ১১:৩৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) বেলা বারোটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক সমঝোতা স্মারক চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার এবং এনএসডিএ‘র পক্ষে সদস্য (যুগ্ম সচিব) মো. জোহর আলী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ চুক্তির আওতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও জাবি যৌথভাবে গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্যে রয়েছে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে চাকরির দক্ষতার চাহিদা নিরূপণ গবেষণা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাজারমুখী বিভিন্ন পেশায় সার্টিফিকেট প্রশিক্ষণ আয়োজন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকদের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে রিসোর্স পারসনে (মাস্টার ট্রেইনার) পরিণত করা, বিভিন্ন পেশার চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ক্যারিকুলাম পরিবর্তন এবং পরিমার্জন করা, ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার যৌথ উদ্যোগে গবেষণা এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারীর দক্ষতা উন্নয়ন কার্যক্রম হাতে নেয়া।

এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ ভিশন খুবই সময়োপযোগী এবং উদ্ভাবনী নেতৃত্বের উদাহরণ। স্মার্ট বাংলাদেশ রূপরেখার একটি মডেল পাইলট হিসেবে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে "স্মার্ট জাহাঙ্গীরনগর ক্যাম্পাস" উদ্যোগ হাতে নিয়েছি। এ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতের চাকরির বাজার উপযোগী মানবসম্পদ তৈরির লক্ষ্যে তথ্য প্রযুক্তি নির্ভর নানামুখী দক্ষতা উন্নয়ন কর্মসূচি হাতে নেয়া হবে।

তিনি আরো বলেন, আজকের সমঝোতা স্মারক স্বাক্ষর এর প্রেক্ষিত, আরো একটি মাইল ফলক আমরা অর্জন করতে যাচ্ছি। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা দেশীয় এবং বিশ্বমানের চাকরির বাজারের জন্য সময়োপযোগী দক্ষতা দিয়ে তৈরি করতে পারবো।

এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. কে এম মহিউদ্দিন এবং এনএসডিএ’র কার্যনির্বাহী কমিটির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, নির্বাহী চেয়ারম্যান ও সরকারের সচিব নাসরীন আফরোজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর