বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

৬০০ যাত্রী নিয়ে মোংলা কমিউনিটি ট্রেনের যাত্রা শুরু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ জুন ২০২৪, ১৩:৩৫

দীর্ঘ ৭৩ বছর পর দেশর বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ও সমুদ্রবন্দর মোংলার মধ্যে মোংলা কমিউনিটি নামে ট্রেনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শনিবার (১ জুন) সকাল ১০ টা ২ মিনিটে ৬০০ যাত্রী নিয়ে বেনাপোল থেকে মোংলার উদ্দেশে ছেড়ে গেছে ট্রেনটি।


জানা যায়, গত ১ নভেম্বর খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেললাইনের উদ্বোধনের প্রায় ৭ মাস পর আজ ১ জুন এ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি খুলনা হয়ে মোংলা যাবে। সকাল সোয়া ৯টায় বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে গন্তব্যে পৌঁছাবে দুপুর ১২টা ৩৫ মিনিটে।

এরপর দুপুর ১টার সময় বেনাপোলে উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি পৌঁছাবে বিকেল সাড়ে ৪টায়। মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন এ রুটে একই সময়ে ট্রেন চলাচল করবে।

মোংলা কমিউনিটি ট্রেনের যাত্রীরা জানান, দীর্ঘ দিন পর বেনাপোল ও মোংলা বন্দরের মধ্যে ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি সবাই। আগে তাদের বেনাপোল থেকে মোংলা যেতে অনেক ভোগান্তি পোহাতে হতো ও অনেক সময় লাগতো।

কিন্তু এখন কম সময়ে বেনাপোল থেকে মোংলা যেতে পারবেন বলে তারা জানান।

বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, বেনাপোল থেকে ট্রেনটি ছাড়ার পর নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়াসহ ১৫ টি স্টেশনে যাত্রাবিরতির পর মোংলায় পৌঁছাবে।

ট্রেনটি চালু হওয়ায় যাত্রীরা অনেক উপকৃত হবেন বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর