বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

টাইগার্সের ক্যাম্প থেকে ছুটি চেয়েছেন সাইফউদ্দিন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ মে ২০২৪, ১৭:২৯

বিশ্বকাপ দলে মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গা না পাওয়া নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। তার বদলে নির্বাচকরা বেছে নিয়েছেন তানজিম হাসান সাকিবকে।

দলের সঙ্গে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে আছেন তিনি। খেলেছেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে।
এদিকে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ টাইগার্স ক্যাম্প করছে বিসিবি। হেড কোচ সোহেল ইসলামের তত্ত্ববধানে এখানে অনুশীলন করার জন্য ২১ জন ক্রিকেটারের নাম ঘোষণা করা হয় শনিবার। সেখানে সাইফউদ্দিনের নাম থাকলেও ইমেইল করে ছুটি চেয়েছেন এই অলরাউন্ডার।

এ নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘সাইফউদ্দিন টাইগার্স স্কোয়াডে ছিল। সেখানে একটা বিশেষ নির্দেশনা দেওয়া ছিল- ৬ জন ক্রিকেটারকে সাদা বলের ট্রেনিংয়ে যেন রাখা হয়। গতকাল আমরা একটা ইমেইল পেয়েছি, সাইফউদ্দিন ফোনও করেছিল। ’

কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন সাইফউদ্দিন? প্রধান নির্বাচক বলেন, ‘তিনি একটু পারিবারিক কারণে… তার স্ত্রী অসুস্থ, সন্তানসম্ভবা। সে কারণে তিনি জুনের ১০ তারিখ পর্যন্ত ক্যাম্পেও থাকতে পারবেন না, ছুটি চেয়েছেন। আমরা এখন খালেদকে প্রস্তুত রাখার চেষ্টা করব। ’

‘এর আগে আমরা এ ব্যাপারে জানতাম না, আমাদের জানানোও হয়নি। আমরা অবহিত ছিলাম না। ইনজুরি অবহিত করা হয় বা না থাকলে আগে থেকে জানানো হয়। যেহেতু সে যায়নি। গেলে হয়ত ন্যাশনাল ডিউটি পালন করত আমার বিশ্বাস। এটা সেকেন্ডারি প্রোগ্রাম সে কারণেই আমার ধারণা সে আবেদন করেছে। ’

মূলত টেস্ট খেলেন এমন ক্রিকেটারদেরই প্রাধান্য দেওয়া হয়েছে বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে। তবে বিশ্বকাপের স্ট্যান্ডবাই ক্রিকেটাররাও বিবেচনায় আছেন। স্কোয়াডে থাকা কারো কোনো সমস্যা হলে যেন প্রস্তুত থাকতে পারেন তারা, সেটিও বিবেচনায় রাখা হয়েছে।

প্রধান নির্বাচক বলেন, ‘লাল বল ও সাদা বলের জন্য কিছু ক্রিকেটারকে বেছে নিয়েছি। বিশেষ করে সাদা বলের ওরা বিশ্বকাপের স্ট্যান্ডবাই। উপরের দিকে বিজয়কে রাখা হয়েছে যদি লিটনের কোনো ক্রাইসিস হয়। সোহানকে রাখা হয়েছে যদি জাকেরের সমস্যা হয়। ’

‘সাইফউদ্দিনকেও রাখা হয়েছিল। খালেদ আছে, সাইফউদ্দিন ১০ তারিখের পর আসবে। ইমন আছে। নাসুম আছে, মিরাজ আছে। নাসুমের কাছ থেকেও চিঠি পেয়েছি ঢাকায় ৪-৫ দিন করতে পারবেন না। তিনি জন্ডিসে আক্রান্ত ছিলেন। মেডিকেল টিম মনে করলে সামনের মাসের শুরুতেই সিলেটের সেশনে জয়েন করবেন। ’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর