বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

জমিতে পানি দিতে দেরি হওয়ায় সেচপাম্প মালিককে হত্যা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২৪, ১৬:০৪

বগুড়ার গাবতলী উপজেলায় বোরো ধানের জমিতে পানি দিতে দেরি হওয়ায় ছুরিকাঘাতে আমিনুল ইসলাম (৪৩) নামে এক সেচপাম্পের মালিককে হত্যা করা হয়েছে।

হত্যার সঙ্গে জড়িত হৃদয় (২৩) নামে এক যুবককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা বুজরুক এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত আমিনুল ইসলাম বগুড়া গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ গ্রামের মোজাফফর হোসেনের ছেলে ৷

আটক হৃদয় বগুড়া সদর উপজেলার নিশিন্দারা এলাকার বাসিন্দা।

নিহত আমিনুলের ছোট ভাই আব্দুর রহমান জানান, বুরুজ মাঠের জমিতে বাণিজ্যিকভাবে সেচপাম্প পরিচালনা করতেন তার ভাই। তাদের গ্রামের আব্দুল মালেকের ছেলে দীপন কয়েকদিন আগে তার জমিতে পানি সেচ দেওয়ার জন্য আমিনুলের কাছে যান। কিন্তু আমিনুল তার জমিতে পানি দিতে বিলম্ব হবে বলায় বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হৃদয় নামের ওই যুবক সেচ পাম্পে গিয়ে আমিনুলকে তাৎক্ষণিক দীপনের জমিতে পানি সেচ দিতে বলেন। এনিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

তিনি আরও জানান, একপর্যায়ে আমিনুলের বুকে ও পাঁজরে ছুরিকাঘাত করেন হৃদয়। আমিনুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান। এদিকে ছুরিকাঘাতের পর হৃদয় নামের ওই যুবক পালাতে গেলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, হৃদয় নামের ওই যুবক বগুড়া শহরের নিশিন্দারা থেকে গাবতলীর বুরুজ গ্রামে তার নানা বাড়ি বেড়াতে যায়। সেখানে স্থানীয়দের বিবাদে জড়িয়ে সেচপাম্প মালিক আমিনুলকে ছুরিকাঘাত করেন। আমিনুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দাফন শেষে নিহতের থানায় মামলা করবেন বলে পুলিশকে জানিয়েছেন পরিবার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর