বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

নোবিপ্রবিতে ল্যাব টেকনোলজি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আবদুল্লাহ আল নাঈম, নোবিপ্রবি

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৪, ১১:২০

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দিনব্যাপী Training on Laboratory Technology Quality Assurance শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল ২০২৪) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও রেজিস্ট্রার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক জনাব মোঃ মুহাইমিনুল ইসলাম সেলিম। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন এসিসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম, আইকিউএসির পরিচালক ও মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, আইসিই বিভাগের সহকারী অধ্যাপক ড. তানভীর জামান খান ও টেকনিক্যাল অফিসার জনাব মোঃ শরীফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, গুণগত উচ্চশিক্ষা তথা গবেষণার মান নিশ্চিতের ক্ষেত্রে উন্নত গবেষণাগার প্রয়োজন হয়। ল্যাবগুলো পরিচালনার ক্ষেত্রে ল্যাব ইন্সট্রাক্টর পদসহ কারিগরি পদগুলোর কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়। তথ্য প্রযুক্তি সর্বদা পরিবর্তনশীল। এ বিষয়ে হালনাগাদ তথ্য-উপাত্ত জানাতেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়। আজকের এই প্রশিক্ষণ আপনাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, শিক্ষার গুণগত মান বজায় রাখতে এবং পেশাগত উৎকর্ষতা অর্জনে এ ধরনের প্রশিক্ষণ কোর্সের প্রয়োজনীয়তা রয়েছে। আজকের প্রশিক্ষণের সফলতা কামনা করছি। অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

নোবিপ্রবি রেজিস্ট্রার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আজকের এই প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের ল্যাব কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে অবদান রাখবে বলে মনে করছি। স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর