বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বাগেরহাটে ১০ টাকায় ঈদসামগ্রী পেয়ে খুশি হতদরিদ্ররা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত:
৩০ মার্চ ২০২৪, ১৬:৩২

বাগেরহাটের কচুয়ায় ১০ টাকায় ঈদের নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী দিয়েছে ‘চলো পাল্টাই’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতির মধ্যে নামমাত্র মূল্যে ঈদসামগ্রী পেয়ে খুশি হতদরিদ্ররা।


শনিবার (৩০ মার্চ) বেলা ১১টায় কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। এসময় রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমা আক্তার, ব্যবসায়ী বদিউজ্জামান খোকন, রাজু আহমেদ, শাওন পারভেজ উপস্থিত ছিলেন।

প্রতি প্যাকেট ঈদসামগ্রীর মধ্যে রয়েছে লাচ্ছা সেমাই, তেল, গুড়া দুধ, চিনি, পোলাও চাল, পেঁয়াজ, নুডুলস। ঈদের আগ মুহূর্তে নামমাত্র মূল্যে ঈদসামগ্রী পেয়ে খুশি হতদরিদ্ররা। এদিন ২০৫টি দরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়।

১০ টাকায় ঈদসামগ্রী পাওয়া গোয়ালমাঠ গ্রামের ফারুক হোসেন বলেন, পায়ে সমস্যা ঠিকমতো চলতে পারি না। রোজায় সাহরি-ঈফতারও ভালোভাবে করতে পারিনি। ১০ টাকায় ঈদের নিত্য প্রয়োজনীয় পণ্য পেয়ে খুব উপকার হলো।

রহিমা বেগম নামে এক নারী বলেন, বাজারের যে অবস্থা ঠিকমতো খাইতেই পারি না। এরপরে ঈদ উপলক্ষে ভালো খাবারের প্রশ্নই আসে না। ১০ টাকায় যে খাবার কিনলাম, পরিবারের সবাইকে নিয়ে ঈদের দিন একটু ভালো খেতে পারব। যারা দিয়েছে তাদের জন্য দোয়া করি।

চলো পাল্টাই সংগঠনের উদ্যোক্তা সরদার এনামুল হক শিমুল বলেন, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির সময় মানুষ খুব কষ্টে আছে। এটা ভেবে এলাকার কয়েক বন্ধু মিলে স্থানীয় হতদরিদ্রদের জন্য কিছু করার পরিকল্পনা করি। পরিকল্পনা থেকেই নিজস্ব ও স্থানীয় বিত্যবানদের অর্থায়নে ‘চলো পাল্টাই’ নামের সংগঠন তৈরি করি। আজকে ১০ টাকায় দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছি। সবাই খুব খুশি হয়েছে।

রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমা আক্তার বলেন, রাড়ীপাড়া ইউনিয়নে এ ধরনের মহতী উদ্যোগ এই প্রথম। যুবকদের শুভ কামনা জানাই। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগে যুবকদের পাশে থাকার আশ্বাস দেন এই জনপ্রতিনিধি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর