বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মোহাম্মদপুরে ইয়াবাসহ গ্রেপ্তার দুই

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৭ মার্চ ২০২৪, ১৫:৪৫

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২ হাজার ৩২৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন- ইমরান শেখ (৩৬) ও মো. ইউনুস (২৪)।


বুধবার (২৭ মার্চ) দুপুরে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন হুমায়ুন রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার  (২৬ মার্চ) তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন হুমায়ুন রোড এলাকায় ৩/৪জন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক (ইয়াবা) বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত মাদকের চালানটি আটক করতে মোহাম্মদপুর হুমায়ুন রোড এলাকায় র‍্যাব-২ গোয়েন্দা নজরদরি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, মোহাম্মদপুর থানাধীন হুমায়ুন রোড এলাকায় র‍্যাব-২ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনাকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। উক্ত ব্যক্তিদের মধ্যে দুইজনকে আটক করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা নিজেদেরকে গাড়ির ড্রাইভার ও স্টাফ বলে পরিচয় দেয়। মাদক সর্ম্পকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কাছে ইয়াবা আছে বলে স্বীকার করে। পরে তাদের পরিহিত প্যান্টের নিচে দুই রানে টেপ দিয়ে পেঁচানো ২ হাজার ৩২৫ পিস ইয়াবা পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, তারা রাজধানীসহ আশেপাশের জেলায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় নিত্য নতুন কৌশল অবলম্বন করে সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে স্বল্পমূল্যে মাদক ক্রয় করে রাজধানীসহ আশপাশের জেলায় বেশি দামে মাদক বিক্রয় করে আসছিল।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর