বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বগুড়ায় 'স্বরপাতা দই ঘর' এবং 'রিংকী সুইটস'কে ২ লাখ টাকা জরিমানা

আতাউর রহমান, শেরপুর (বগুড়া)

প্রকাশিত:
৯ মার্চ ২০২৪, ১১:৪৫

অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে দই-মিষ্টি তৈরির অপরাধে বগুড়ায় 'স্বরপাতা দই ঘর' এবং 'রিংকী সুইটস'কে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি)  জেলার শেরপুরে এক অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এইচ এম আসিফ বিন ইকরাম।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এইচ এম আসিফ বিন ইকরাম বলেন, 'বৃহস্পতিবার জেলার শেরপুরে বিভিন্ন দই ও মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায় 'স্বরপাতা দই ঘর' এবং 'রিংকী সুইটস' নামের দুটি দোকানে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে দই-মিষ্টি তৌরি করা হচ্ছে। তখন ওই দুই প্রতিষ্ঠানকে ১ লাখ করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে প্রায় ১৫ কেজি পঁচা, গন্ধযুক্ত ও ফাঙ্গাসযুক্ত মাওয়া, দুগ্ধজাত পণ্যের সাথে রাখা কাঁচা মাছ জব্দ ও ধ্বংস করা হয়।'

তিনি আরো বলেন, 'জরিমানা আদায়ের পর ওই দুই প্রতিষ্ঠানকে বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয়। সেই সাথে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়। তখন নিরাপদ খাদ্য আইন ২০১৩ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রদত্ত নির্দেশনা আগামী ১ মাসের মধ্যে প্রতিপালন করবে মর্মে মুচলেকা প্রদান করেন প্রতিষ্ঠান দুটি।'

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য অফিসার রাসেল, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক রামচন্দ্র সাহা, নিরাপদ খাদ্য পরিদর্শক শাহ আলী খানসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।এসময় র‍্যাবের চৌকস টিম অভিযানে সহযোগিতা করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর