বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ইবির পাবনা জেলা কল্যাণ সমিতির নেতৃত্বে শ্রাবণ ও অর্প

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
৫ মার্চ ২০২৪, ১২:১৩

দীর্ঘ সাত বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পাবনা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন পাবনা জেলা কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২৪ এর অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্রাবণ আহমেদ আলহাজ্ব এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের হাসিন ইনতেসাফ অর্প।

সোমবার (৪ মার্চ ) বেলা ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে পাবনা জেলা কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত চড়ুইভাতি শেষে হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: জাকির হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো আরিফুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক এম এম নাসিমুজ্জামান , ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো: আসাদ উদ দৌলা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক ফিরোজ খান এ কমিটির অনুমোদন দেন।

এসময় অনুষ্ঠানের শুরুতে পাবনা জেলা থেকে আগত ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল, কলম, উইশ কার্ড ও চকলেট দিয়ে বরণ করে নেওয়া হয়।

কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল নোমান, তাসফিয়া তানিয়া, হুমায়রা ফাইবুজ জেরিন, রাহুল হোসাইন। এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফরিদুজ্জামান সুমন, আমিনুল ইসলাম, আমিরুল ইসলাম, জাকারিয়া হোসেন জয়। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইমরান আদনান এবং অর্থ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম লিমন।

এছাড়াও দপ্তর সম্পাদক ওয়াসিফ আল আবরার, প্রচার সম্পাদক কাজল দেবনাথ, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক আঁখি খাতুন তমা, আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন এবং আইটি বিষয়ক সম্পাদক রনক হাসান।

নবনির্বাচিত সভাপতি শ্রাবণ আহমেদ আলহাজ্ব বলেন, দীর্ঘদিন স্থবিরতা থাকলেও আমরা অবশেষে পাবনা জেলা কল্যাণের একটি কমিটি পেয়েছি। দায়িত্বশীল হিসেবে আমাদের প্রথম লক্ষ্য হবে পাবনা জেলা থেকে আগত প্রতিটি শিক্ষার্থীর সাথে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করে কমিটি সুসংগঠিত করা এবং সুন্দরভাবে জেলা কল্যাণের কার্যক্রমে এগিয়ে নিয়ে যাওয়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর