বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ছুরিকাহত ছেলে ও ভাই হাসপাতালে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৪ মার্চ ২০২৪, ১৪:৫৪

গাজীপুরে তুচ্ছ ঘটনা নিয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির স্বজনেরা এ অভিযোগ করেন। এ ঘটনায় ছুরিকাহত হয়ে নিহত ব্যবসায়ীর ভাই ও ছেলে হাসপাতালে চিকিৎসাধীন।  ০৩ মার্চ রোববার রাতে গাজীপুর নগরের উত্তর ভুরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন গাজীপুর নগরের ২৫ নম্বর ওয়ার্ডের উত্তর ভুরুলিয়া এলাকার বাসিন্দা ইজাফ্ফর আলী (৪৫)। তিনি এলাকায় অটোরিকশা ভাড়া দেওয়ার ব্যবসা করতেন। আহত দুজন হলেন নিহত ইজাফ্ফর আলীর ছেলে ইসমাইল হোসেন (২০) ও বড় ভাই আজাফ্‌ফর আলী (৫০)। তাঁরা দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।


স্বজন ও প্রতিবেশী দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা সবাই ওই সময় ঘুমের প্রস্তুতি নিচ্ছিলাম। তখন হইচই শুনে বাড়ি থেকে বের হয়ে জানতে পারি, তাঁকে (ইজাফ্‌ফর আলীকে) কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সকালে হাসপাতালে গিয়ে জানতে পারি, আহত ইসমাইলের অবস্থাও খারাপ।’

স্বজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর নগরের উত্তর ভুরুলিয়া এলাকার বাসিন্দা আজাফ্‌ফর আলী ০৩ মার্চ রোববার রাত সাড়ে ১১টার দিকে তাঁর বাড়ির সামনে বসে ছিলেন। এ সময়ে তাঁর সামনে দিয়ে একই এলাকার রতন মিয়াসহ ১০-১২ জন যুবক হেঁটে যাচ্ছিলেন। তখন আজাফ্‌ফর আলী জানতে চান তাঁরা কে, কোথায় যাচ্ছেন? তখন উল্টো রতনসহ কয়েকজন তাঁকে জিজ্ঞেস করেন, ‘তুই কে? আমরা কোথায় যাচ্ছি, সেটা তোর জানার দরকার কী?’এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পাশ থেকে আজাফ্‌ফর আলীর ভাতিজা ইসমাইল হোসেন বিষয়টি দেখে তাঁর বাবা ইজাফ্ফর আলীকে ডেকে নিয়ে আসেন। তখন দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা আরও বেড়ে যায়। একপর্যায়ে রতন ও তাঁর সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের এলোপাতাড়ি কোপান। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ইজাফ্ফর আলী মারা যান। গুরুতর আহত অবস্থায় ইসমাইল ও আজাফ্‌ফরকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।


ঘটনার পর থেকে রতন ও তাঁর সহযোগীরা পলাতক থাকায় এ বিষয়ে তাঁদের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গাজীপুর নগরের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মজিবুর রহমান বলেন, রতনসহ কয়েকজন যুবক তুচ্ছ ঘটনা নিয়ে ব্যবসায়ী ইজাফ্‌ফর আলীকে কুপিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল করিম বলেন, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর