বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ইবিতে ঐক্যমঞ্চ কতৃক তিন দিনের বইমেলা শুরু

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারী ২০২৪, ১০:৫৩

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মিলনস্থল ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঐক্যমঞ্চ কর্তৃক আয়োজিত আগামী তিন দিনের জন্য বইমেলা, ক্লাব ফেস্টিভ্যাল উদ্বোধন করা হয়েছে। এরই অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

রোববার (২৫ ফেব্রুয়ারি) ক্যাম্পাসের অনুষদ ভবন সংলগ্ন আমবাগানে ২০ টি স্টল নিয়ে এটি শুরু হয়। মেলাটি শেষ হবে আগামী মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি)। মেলায় পৃষ্ঠপোষকতায় ছিলেন এ এখন এইচ গ্রুপ।

আজকের বই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া সহ ঐক্যমঞ্চের নেতৃবৃন্দ। পরে স্টলে স্টলে ঘুরে দেখলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

সরেজমিনে দেখা যায়, পুঁথি পল্লব, মিডিয়া কর্নার, ক্যাপ্সার্ট মোমেন্ট, গ্রীন ভয়েস, ল অ্যায়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি, সিআরসি, তারুণ্য, ক্যাপ, তরুণ কলাম লেখক ফোরাম, ক্যারিয়ার ক্লাব, কুহরণ নামে ইত্যাদি স্টল বরাদ্দ ছিল। পাঠকদের আনাগোনায় মুখরিত ক্যাম্পাসের বই মেলা।

এ বিষয়ে ঐক্যমঞ্চে'র সদস্য সচিব এস.এ.এইচ ওয়ালিউল্লাহ বলেন, ভাষা, সাহিত্য আর সংস্কৃতির চর্চা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও বুদ্ধিবৃত্তিক সংগঠনগুলোর মাঝে মেলবন্ধন তৈরি এবং জোটবদ্ধভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সুস্থ ইতিবাচক সংস্কৃতি চর্চায় ভূমিকা রাখার অভিপ্রায়েই এই আয়োজন করা হয়েছে।

ঐক্যমঞ্চের আহ্বায়ক রাবেয়া বলেন, ঐক্যমঞ্চ কর্তৃক বরাবরের মতো ক্যাম্পাসে সাংস্কৃতিক আঙিনায় উজ্জীবিত রাখতে চেষ্টা করে যাচ্ছে। এবারও ফেব্রুয়ারি বিদায় নেওয়ার পথে হলেও আমরা বই মেলার আয়োজন করতে পেরেছি। এজন্য যারা সার্বিক সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর