বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

খুলনায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২৯ হাজার ৫৪৫

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:০৯

খুলনায় শুরু হয়েছে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। খুলনা মহানগরী ও জেলার ৮৬টি কেন্দ্রে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৯ হাজার ৫৪৫ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পরীক্ষার প্রথম দিন সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রথম দিনে এসএসসি’র বাংলা (আবশ্যিক) ১ম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ এবং এসএসসি (ভোকেশনাল) বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত চলছে।

খুলনা জেলা প্রশাসক দপ্তরের তথ্যমতে, এ বছর খুলনা মহানগরী ও জেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে ২৯ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী এ পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে। মহানগী ও জেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে পরীক্ষার কেন্দ্র ৮৬টি। এর মধ্যে এসএসসি পরীক্ষাধীদের কেন্দ্র হচ্ছে ৫৭টি, দাখিল পরীক্ষার্থীদের কেন্দ্র হচ্ছে ১৩টি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের কেন্দ্র সংখ্যা হচ্ছে ১৬টি।

এবারের এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে খুলনা জেলা প্রশাসন বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সিদ্ধান্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে- নগরীর কেন্দ্র সমূহের জন্য অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দায়িত্ব পালন করবেন। উপজেলা পর্যায় কেন্দ্রসমূহে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি এবং পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ২০০ গজের মধ্যে ফটোস্টাট মেশিন বন্ধ করার জন্য উপজেলা নির্বাহী অফিসারদেরকে অনুরোধ করা হয়েছে।

এসএসসি পরীক্ষায় যে বিষয়ে পরীক্ষা, সে বিষয়ের কোনো শিক্ষককে ঐদিন পরীক্ষা হলে কক্ষ পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। পরীক্ষা কেন্দ্রসমূহে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খুলনাকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। বিগত বছরগুলোতে যেসব শিক্ষক/ শিক্ষিকা পরিদর্শক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন কারণে বহিষ্কৃত হয়েছিলেন তাদের চলতি বছরে পরীক্ষার কোনো দায়িত্বে দেয়া যাবে না এবং যে বিষয়ের পরীক্ষা সে বিষয়ের কোনো শিক্ষককে ওইদিন পরীক্ষা হলে পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর