বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বিমানের স্যান্ডউইচে মিলল স্ক্রু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:৩৭

ইন্ডিগোর বিমানে পরিবেশন করা একটি স্যান্ডউইচে মিলেছে স্ক্রু, সমাজমাধ্যমে ছবি পোস্ট করে এমনই দাবি করেছেন এক যাত্রী। রেডইটে ‘ম্যাকারুন ইল৩৬০১’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্টটি শেয়ার করা হয়েছে। যাত্রী জানিয়েছেন যে, বেঙ্গালুরু থেকে চেন্নাই যাওয়ার পথে এই কর্ন অ্যান্ড স্পিন্যাচ স্যান্ডউইচটি পরিবেশন করা হয়েছিল। তবে বিমানে নয়, বিমান থেকে নামার পরই সেই স্যান্ডউইচটি খেয়েছিলেন তিনি।

ওই ব্যক্তি তাঁর পোস্টে বিস্তারিত ভাবে জানিয়েছেন যে, ঘটনাটি ঘটেছে ১ ফেব্রুয়ারি।তিনি আরও দাবি করেছেন যে, স্ক্রু পাওয়ার পরে তিনি বিমান সংস্থার সঙ্গে যোগাযোগও করেছিলেন। কিন্তু জবাবে ইন্ডিগোর তরফে জানানো হয়, উড়ানের পর স্যান্ডউইচটি খাওয়া হয়েছিল বলে তারা এই ব্যাপারে কোনও ব্যবস্থাই নিতে পারবে না।

পোস্টটি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, “যদি ইন্ডিগো সংস্থা কোনও পদক্ষেপ না নেয়, তবে আপনি উপভোক্তা আদালতে অভিযোগ দায়ের করতে পারেন।” আর একজন লিখেছেন, “দয়া করে আপনি মামলা করুন। ভুল করে গিলে ফেললে এর ফলে আপনার প্রাণহানিও হতে পারত।”

ওই মহিলাযাত্রীর সঙ্গে ঘটা ঘটনার বিবরণ দিয়ে এক্সে একটি পোস্ট করেছেন তাঁর বন্ধু শেফালি সাক্সেনা। তিনি লিখেছেন, “আমার বন্ধু ইন্ডিগো ৬ই-৯০৪ বিএনজি-এমএইচএ বিমানের স্যান্ডউইচে একটি স্ক্রু খুঁজে পেয়েছেন। এই ঘটনাটি সত্যিই চিন্তার। যে কারও স্বাস্থ্যহানি হতে পারত এই ঘটনায়। দুর্ভাগ্যক্রমে আমার বন্ধুটি বিমানে স্যান্ডউইচটি খোলেননি। এই ঘটনার অবিলম্বে তদন্ত চাই।”


এই ঘটনার পর মুখ খুলেছে ইন্ডিগো সংস্থা। তারা একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে ইন্ডিগো সংস্থার তরফে লেখা হয়েছে, “সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে আমরা বিষয়টি জানতে পেরেছি। যাত্রার সময় যাত্রী এই সমস্যার কথা বিমানসেবিকাদের জানাননি। আমাদের খাবারের মান এবং স্বাস্থ্যবিধির উপর নজরদারির জন্য একটি ভাল ক্যাটারিং সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা যাত্রীর অসুবিধার কথা শুনে দুঃখিত। আগামী দিনে বিমানে সমস্ত খাদ্য ও স্বাস্থ্যবিধির বিষয়ে আরও বাড়তি সতর্ক থাকার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ থাকব।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর